সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অনলাইনে বাস্তব ইনকাম "পর্ব-০৩",অনলাইন থেকে সহজে আয় করুন।

ইসমাম পারভেজ কনক
নীচের লেখা গুলো সব মনোযোগ সহকারে পড়বেন।তা না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না।প্রয়োজনে কমপক্ষে ৩ বার পড়ুন।
এই সাইট থেকে প্রতিমাসে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।



 
গত পর্বগুলোতে আমরা জেনেছি অনলাইনে কীভাবে সহজ উপায়ে ইনকাম করা যায় এবং ইনকামের পর কীভাবে আপনি টাকা উঠাবেন?কীভাবে আপনি রেজিষ্ট্রেশন করবেন?কত টাকা ইনকাম আসতে পারে?

 আমি যে ৩০ পর্ব নিয়ে আলোচনা করবো।এই সব পর্বের বিস্তারিত আপনারা ভাল ভাবে পড়বেন এবং সকল পর্বেয় সকল সাইটেয় একাউন্ট করে কাজ করবেন।এখানে কোন সাইটেয় কাজ বেশী না।প্রতিদিন অল্প সময় কাজ।এই অল্প সময়ের সকল পর্বের সকল কাজই আপনারা করবেন।যদি আগের পর্ব না পড়ে থাকেন তাহলে পড়ুন এবং একাউন্ট খুলুন।সব বিস্তারিত দেয়া আছে।

অনলাইনে বাস্তব ইনকাম পর্ব-০১ এর বিস্তারিত জানতে লেখার উপর ক্লিক করুন এবং একাউন্ট খুলুন।


অনলাইনে বাস্তব ইনকাম পর্ব-০২ এর বিস্তারিত জানতে লেখার উপর ক্লিক করুন এবং একাউন্ট খুলুন।


আপনারা যদি আস্তে আস্তে সকল পর্বের বিস্তারিত জেনে এবং সকল পর্বেরই অনলাইনের ইনকামের সকল সাইটেয় একাউন্ট করে কাজ করতে থাকেন এবং ৩ থেকে ৪ মাস সময় ব্যয় করেন।তাহলে তারপর থেকে আপনারা ১০০% মাসে ১ লক্ষ টাকা বা তার বেশী ইনকাম করতে পারবেন।আর আস্তে আস্তে কাজ করতে থাকলে ইনকামও বাড়তে থাকবে।মূলত অনলাইনের কাজ হচ্ছে ধৈর্য্য ধরে কাজ করা।এই কাজ আপনাকে প্রতিদিন আস্তে আস্তে করতে হবে এবং আগাতে হবে।আপনি হুট করে একদিনে বা দুই দিনে কাজ করে প্রচুর ইনকামের চিন্তা করলে বা অনলাইন থেকে টাকা ইনকামের আশা করলে হবে না।বর্তমানে বাংলাদেশে অনলাইনে ইনকাম করতেছেন অনেকেয় এবং অনলাইনে কাজ করে টাকা উঠানোও অনেক সহজ হয়ে গেছে।আপনার ব্যাংকে একাউন্ট না থাকলেও আপনি টাকা উঠাতে পারবেন।তাই আগে কাজ করুন।সময় হলে টাকা আপনারা ঠিকানায় পৌঁছে যাবে।

পর্ব -০৩

ক্যাপচা সলভ করে আয়ঃ

আপনার যদি হাতে আরও বেশি সময় থাকে তবে আপনি ক্যাপচা সলভার(captcha solver) হিসাবে অনলাইনে আরও বেশি ইনকাম করতে পারবেন। আর ক্যাপচা সলভার অনলাইন অর্থ উপার্জন সবচেয়ে সহজ উপায় গুলোর অন্যতম একটি কাজ।

একজন ক্যাপচা solver হিসাবে, আপনাকে ক্যাপচার ইমেজ পড়ে বুঝতে হবে এবং সঠিক অক্ষর বা চিহ্ন লিখতে হবে। ভাল আয়ের জন্য আপনাকে খুব দ্রুতই টাইপ করতে জানতে হবে।

আপনি যদি ক্যাপচা সমাধান করতে আগ্রহী হন তবে Kolotibablo, MegaTypers, CaptchaTypers, ProTypers, Captcha2Cash, 2Captcha, Qlinkgroup, VirtualBee, FastTypers, PixProfit, এই ক্যাপচা সাইট গুলোতে সাইনআপ করে কাজ শুরু করতে পারেন।

ক্যাপচাতে যোগ দিতে এবং রেজিষ্ট্রেশন করতে লেখার উপর ক্লিক করুন।

ক্যাপচাতে কীভাবে রেজিষ্ট্রেশন করবেন?বিস্তারিত জানতে লেখার উপর ক্লিক করুন।

ক্যাপচাতে কীভাবে কাজ করে মাসে ২০ হাজার টাকা ইনকাম করবেন।বিস্তারিত জানতে লেখার উপর ক্লিক করুন।

[বিঃদ্রঃ]লেখার উপর ক্লিক করার পর ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবং SKIP ADD বাটনে ক্লিক করুন।তারপর অটোমেটিক পোস্ট পেয়ে যাবেন।

মন্তব্যসমূহ