সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ার ৪ মেয়র,নৌকার ৩ জন ও মশালের জয়ী ১ জন

ইসমাম পারভেজ কনক



 
কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে আনোয়ার আলী আওয়ামীলীগ, মিরপুর পৌরসভায় মেয়র পদে এনামুল হক আওয়ামীলীগ, কুমারখালী পৌরসভার মেয়র পদে শামসুজ্জামান অরুন আওয়ামীলীগ এবং ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে আনোয়ারুল কবির টুটুল জাসদ প্রার্থী নির্বাচিত হয়েছেন।সবাইকে ব্রেকিং নিউজের পক্ষ থেকে অভিনন্দন। 

কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী।নৌকার প্রতীকে জয়।
    

কুমারখালীর পৌর মেয়র শামসুজ্জামান অরুন।নৌকার প্রতীকে
জয়।

অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা আয় করুন।বিস্তারিত জানতে ক্লিক করুন।


মিরপুর পৌরসভার মেয়র এনামুল হক।নৌকার প্রতীকে জয়ী।
ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে আনোয়ারুল কবির টুটুল জাসদ প্রার্থী।


মন্তব্যসমূহ