সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কুষ্টিয়ার শানপুকুড়িয়া স্কুল ঘর বিক্রির টাকা নেওয়ার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে!

ইসমাম পারভেজ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নে শানপুকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন কোন নিয়মের তোয়াক্কা না করে ১৪ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। সহকারী শিক্ষকের দাবী বিক্রির সমস্ত টাকা বিকাশের মাধ্যমে দিয়েছেন এটিও ম্যাডামকে। এবিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক  উপজেলা নির্বাহী অফিসারের নিকট দরখাস্ত দিয়েছেন সহকারী শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ মার্চ) রাতের আঁধারে সহকারী শিক্ষক হারুন অর রশিদ ও তার লোকজন প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ভবন মাত্র ১৪ হাজার টাকায় শানপুকুড়িয়া গ্রামের মৃত মোবারকের ছেলে বাচ্চুর কাছে বিক্রি করে দেন। বাচ্চু তার লোকজন দিয়ে বিদ্যালয়ের পুরাতন ভবনের ইট, বাঁশ, সিমেন্টের খুঁটি ও ছাউনির টিন ভেঙে বাড়িতে নিয়ে যান। অভিযুক্ত সহকারি শিক্ষক হারুন অর রশিদ বলেন, এটিও স্যারের নির্দেশে ১৪ হাজার টাকায় ঘর বিক্রি করে ১৩ হাজারর ৯০০ টাকা এটিও স্যারকে দিয়েছি।বিষয়টি প্রধান শিক্ষক ও সভাপতিও বিষয়টি জানে। নিজের ভুল স্বীকার করে মাপ চেয়ে তিনি আরো বলেন, ঝামে

কুষ্টিয়ায় ভুয়া র‍্যাব আটক!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শরিফুল ইসলাম (৩২) ও রাজু আহম্মেদ (৩৩) নামে দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছেন র্যাব-১২। দুপুরে দৌলতপুর উপজেলার জয়পুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।  এ সময় তাদের কাছ থেকে দুই বোতল ফেন্সিডিল, ২৬০ পিচ ইয়াবা, ২৮গ্রাম হিরোইন, হ্যান্ডকাপ, র্যাবের ভুয়া পরিচয়পত্রসহ আরটিআর-১৬০ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়। আজ সন্ধ্যায় র্যাব-১২ সিপিসি-১ এর কার্যালয়ে সাংবাদিকদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। আটককৃতরা হলো ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া এলাকার ফতে আলী শেখের ছেলে শরিফুল ইসলাম ও দক্ষিণ ভবানীপুর এলাকার আসাদ মোল্লার ছেলে রাজু আহমেদ। র্যাব ১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার গাফারুজ্জামান বলেন, র্যাবের ভুয়া পরিচয়পত্র ও হান্ডকাপ নিয়ে উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে শরিফুল ইসলাম ও রাজু আহম্মেদ বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা আদায় করত।  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার জয়পুর গ্রামের জুয়েল সাজী এর চায়ের দোকানের পাশের্^ ইটে সলিং রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান

আগামীকাল পবিত্র শবে-মিরাজ

ইসমাম পারভেজ কনক আগামীকাল বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া, ওয়াজ মাহফিলের আয়োজ করেছে ইসলামিক ফাউন্ডেশন। শবে মিরাজের রাতে মুসলমানরা ইবাদত করেন। মসজিদে মিলাদ, নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত করেন। লাইলাতুল মিরাজ উপলক্ষে সারাদেশের মসজিদগুলোতে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এদিনে মুসলমানরা ইবাদত করেন। এদিনে মহানবী (স.) আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। করোনা মহামারির কারণে গত বছর শবে মেরাজের কোনও আয়োজন করেনি ইসলামিক ফাউন্ডেশন। ১৩ ফেব্রুয়ারি পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয়। ১৪ ফেব্রুয়ারি রোববার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হয়। ফলে ১১ মার্চ বৃহস্পতিবার রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (স.)’ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান। আলোচনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের

ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আসবে ৩.৫ লাখ টন চাল

ইসমাম পারভেজ কনক ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আসবে ৩.৫ লাখ টন চাল খাদ্যের মজুত বাড়াতে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে সরকারি পর্যায়ে সাড়ে তিন লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আজ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ভারত ও থাইল্যান্ড থেকে দেড় লাখ টন, এবং ভিয়েতনাম থেকে ৫০ হাজার টন আসবে। সভার পর ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, টেন্ডার আনতে গেলে সময় লাগে। সেজন্য সরকারি পর্যায়ের আলোচনার মাধ্যমে চাল আনা হবে। সরকারি খাদ্য মজুদ কমে যাওয়া এবং খাদ্যশস্য ক্রয়ে ধীরগতির কারণে টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে চাল ও গমের পরিবর্তে নগদ টাকা দেওয়া শুরু করেছে সরকার। গত বোরো মৌসুম ও চলতি আমন মৌসুমে খাদ্যশস্য মজুতের লক্ষ্যমাত্রা পূরণ এবং কাঙ্ক্ষিত মাত্রায় চাল ও ধান সংগ্রহ করতে পারেনি সরকার। এর কারণেই পারিশ্রমিক হিসেবে খাদ্যশস্যের বদলে নগদ টাকা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত ৮ মার্চ খাদ্যের মজুত ছিল ৬ দশমিক ২৬ লাখ টন, যার মধ্যে চাল ৫ দশমিক ২৮ লাখ টন। বাকিটা ছিল গম। গত বছর

কুষ্টিয়ায় বন্ধুর উপর অভিমানে কলেজ ছাত্রীর আত্নহত্যা!

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়া শহরে রজনী অধিকারী (১৮) নামে এক কলেজছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির। রজনী অধিকারী কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার ৯ নম্বর পলানবক্স এলাকার অশোক অধিকারীর মেয়ে। তিনি ফুড পান্ডার কুষ্টিয়া অফিসে ডেলিভারিম্যান হিসেবে চাকরি করতেন। রজনী কুষ্টিয়া আইডিয়াল পলিটেকনিকের ডিপ্লোমা ইন কম্পিউটার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য ফুড ডেলিভারির চাকরি করতেন।  নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের লোকজনের অজান্তে ফাঁস দেয় রজনী। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।  নিহতের বাবা অশোক অধিকারী বলেন, আমার মেয়ে খুব আদরের ছিল। আদরের মেয়ে আর নেই, আত্মহত্যা করেছে। রজনী খুব রাগী ও অভিমানী ছিল। তার কোনো এক বন্ধুর ওপর অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।   ফুড পান্ডার কুষ্টিয়া অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক ফজলে রাব্বী বলেন, রজনী আমাদের এখানে বিনয়ের সঙ্গে ম

কুষ্টিয়ায় সন্ত্রাসী ভেবে র‍্যাব সদস্যকে গণধোলাই,বাঁচতে ফাঁকা গুলিবর্ষণ, আটক-২

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে র‍্যাব সদস্য  গণধোলাইয়ের শিকার হয়েছেন। সোমবার রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের  কুঠিবাড়ির প্রধান ফটক সংলগ্ন দোকানীরা র‍্যাব সদস্যদের উপর হামলা করে। গণধোলাই থেকে বাঁচতে ফাঁকা গুলিবর্ষণ করে র‍্যাব।এ ঘটনায় দুজনকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হলেন শিলাইদহ ইউনিয়নের দাড়িগ্রামের জামাল মালিথার ছেলে মিঠন এবং একই ইউনিয়নের বেলগাছি গ্রামের আকমল হোসেনের ছেলে উজ্জ্বল। স্থানীয়রা জানান,  পাবনা থেকে র‍্যাব ১২ এর ৪ জন সদস্য সাদা পোষাকে পরিচয় গোপন রেখে সোমবার বিকেল ৫ টার দিকে  শিলাইদহ কুঠিবাড়ির মূল ফটকের সামনে বিভিন্ন দোকান থেকে বেশকিছু চাকু ও টিপ চাকু উদ্ধার করেন। চাকু উদ্ধার শেষে  মিঠন ও উজ্জ্বলের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিজেদের র‍্যাব সদস্য বলে পরিচয় দেন এবং কুষ্টিয়া অভিমুখে নাগিয়ে শিলাইদহের পদ্মা নদীর দিকে অগ্রসর হলে দোকানীরা তাদের ভুয়া র‍্যাব ভেবে হামলা করে। এসময় র‍্যাব সদস্যরা নিজেদের রক্ষা করতে ফাঁকা গুলিবর্ষণ করেন। একজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানান তারা। এই ঘটনার পর থেকে কুঠিবাড়িতে বিভিন্ন  ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন এবং এলাকা

কুষ্টিয়ায় ২ লাখ ২৫ হাজার মালিকবিহীন সাগর বিড়ি আটক

ইসমাম পারভেজ কুষ্টিয়ায় মূসক চালান বিহীন ও পুন: ব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত দুই লাখ ২৫ হাজার শলাকা সাগর বিড়ির একটি চালান আটক করা হয়েছে। যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন কুষ্টিয়া ভ্যাট বিভাগের প্রিভেন্টিভ টিম এসব বিড়ি আটক করেন। রোববার (৭ মার্চ) এসব বিড়ি আটক করা হয়। যশোর ভ্যাট কমিশনার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে আসছে বলে তথ্য ছিল। স্বয়ং বিড়ি কোম্পানির মালিক এ কাজের সঙ্গে জড়িত বলে গোপন সংবাদ ছিল। রোববার মূসক চালান বিহীন ও পুন: ব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করা হবে বলে গোপন সংবাদ আসে। বিষয়টি কুষ্টিয়া ভ্যাট বিভাগীয় কর্মকর্তাকে জানানো হয়। এরই প্রেক্ষিতে কুষ্টিয়া সার্কেল-২ ভেড়ামারার রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে একটি প্রিভেন্টিভ টিম (নিবারক দল) ভেড়ামারা গোডাউন মোড় এলাকায় অবস্থান নেয়। পরে রাস্তার পাশ থেকে মালিক বিহীন ৫ বস্তা বিড়ি আটক করা হয়, যাতে দুই লাখ ২৫ হাজার শলাকা সাগর বিড়ি পাওয়া যায়। এসব বিড়ির প্যাকেটে যে ব্যান্ডরোল ছিল, প্রাথমিক পরীক্ষায় তা পুনঃ ব্যবহৃত ব্যা

সাহাবাদের প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর

ইসমাম পারভেজ কনক ১. প্রশ্নঃ আমি ধনী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অল্পতুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে। ২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে। ৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর; সম্মানী হয়ে যাবে। ৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপকার কর। ৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ কর; তা অন্যের জন্যেও পছন্দ কর। ৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা কর। ৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী আল্লাহকে স্মরণ (জিকির) কর। ৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সর্বদা অযু অবস্থায় থাকো। ৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, হারাম খাবার হতে বিরত থ

যে বিশ্বাসে ঈমান চলে যায়

ইসমাম পারভেজ কনক এই পৃথিবীতে চলার পথে বিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্বাসের ওপর ভর করেই বেঁচে থাকে মানুষ। সব ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠীর মানুষের কাছে বিশ্বাসের গুরুত্ব অনেক বেশি। কিন্তু মুমিন মুসলমানের কাছে ইসলামের প্রতি বিশ্বাস সবচে বেশি গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান। কারণ, ইসলামের সব বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করেই মানুষ ঈমানদার মুসলিম হয়। এর ওপর ভিত্তি করেই পরকালের ভালো-মন্দের চূড়ান্ত ফয়সালা নির্ধারিত হবে। মানুষ ইচ্ছা-অনিচ্ছায় কিংবা ঝগড়া-বিবাদে যদি অন্যায়ভাবে কাউকে একটি গালি দেয় কিংবা সে যা নয়, ওই নামে সম্বোধন করে ডাকে; এসব কারণে মানুষ গোনাহের সম্মুখীন হয়। তা মানুষের বিশ্বাসের মারাত্মক পরিপন্থী কাজ। কোনো ব্যক্তিকে এমন কোনো বিষয়ে সম্বোধন করা ঠিক নয়; যে কাজের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। যদি তা করা হয় তবে তা অনেক সময় কুফরে পরিণত হয়। কেননা কোনো কিছুকে গোপন করাই হচ্ছে কুফর বা অবিশ্বাস। তাছাড়া প্রাপ্যক্ষেত্রে শুকরিয়া না করলে কিংবা অকৃতজ্ঞ হওয়া কুফরের অন্তর্ভুক্ত। এ কারণেই ইসলামের বিশ্বাস মর্যাদা শুধু বেশিই নয়, বরং মুক্তির একমাত্র পথও বটে। ইসলামি শরিয়তে ঈমান বা বিশ্বাস সম্পর্কে বক্তব্য হল

কুষ্টিয়ায় তামাক শিল্পের অস্তিত্ব রক্ষায় অনশন কর্মসুচী

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ায় তামাক শিল্পের অস্তিত্ব রক্ষায় অনশন কর্মসুচী পালন। দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসের সামনে তামাক চাষীদের অনশন কর্মসুচী পালন করা হচ্ছে। আজ ৮ই মার্চ সকাল ১০টা হতে শুরু হওয়া অনশন কর্মসুচীতে কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চলের চাষীরা একত্রিত অনশন কর্মসুচী পালন করছেন তারা। তাদের দাবি দেশীয় তামাক শিল্প রক্ষায় এ শিল্পের একমাত্র প্রাণ চাষীদের সুরক্ষা এবং বিদেশী কোম্পানীদের আগ্রাসনের হাত থেকে দেশীয় মালিকানধীন তামাক শিল্পের অস্তিত্ব ফিড়িয়ে আনতে এই কর্মসুচী। মাননীয় প্রধানমত্রীর সুদৃষ্টি আকর্ষন করে তারা বলেন, তামাক শিল্পের বৈষম্যমূলক নীতি প্রত্যাহার করে দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষা ও প্রতিযোগীতামূলক বাজার রক্ষার দাবি জানান তারা। সেই সাথে কম মুল্যে তামাক ক্রয় করে বিদেশে অধীক মুল্যে বিক্রি করে চাষীদের ধবংস করা হচ্ছে বলেও জানান তার। তামাক শিল্পকে বাঁচিয়ে রাখতে চাষীদের বাঁচিয়ে রাখতে হবে বলে দাবিও তোলেন বক্তারা। জানা যায় এই অনশন কর্মসূচী সকাল ১০টা হতে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

কুষ্টিয়া লাহিনীতে পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষককে নির্যাতনের অভিযোগ!

ইসমাম পারভেজ কনক সদর উপজেলার লাহিনী মধ্যপাড়ায় গত দুই বছর আগে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র রতন শেখকে (১৭) নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার ঘটনায় নিহতের পিতা আজম শেখ বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৩/১৯ইং। পরে মামলাটি অধিকত্বর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুষ্টিয়া জেলাকে তদন্তের আদেশ দেয় আদালত। মামলার তদন্তের দায়িত্ব পান পিবিআই এর পুলিশ কর্মকর্তা এসআই মিকাইল হোসেনের ওপর। মামলার তদন্ত শুরু থেকেই লাহিনী মধ্যপাড়ার কিছু মাদক ব্যবসায়ী, চরমপন্থী নেতাদের সঙ্গে সক্ষতা গড়ে সাধারণ নিরীহ মানুষদের ধরে নিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করতে শুরু করে। না দিলে চরম নির্যাতন করা হয় ভুক্তভোগীদের। এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার ওই কর্মকর্তার নির্যাতনের শিকার হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী মধ্যপাড়া গ্রামের নিরীহ স্কুল শিক্ষক নিজাম উদ্দিন ও তার পরিবার। জানা গেছে, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি নিজাম মাস্টারের বাড়ি সংলগ্ন কালীগঙ্গা নদীর পাড়ে শরীফ বিশ্বাসের পরিত্যাক্ত বাড়ি থেকে স্কুলছাত্র রতনের লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির কাছে লাশ পাওয়ার সূত্র ধরেই সেই মাম

ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার

ইসমাম পারভেজ কনক ইসলাম পূর্ব যুগে নারীদেরকে সামাজিকভাবে অত্যন্ত হেয় ও লাঞ্ছিত করা হতো। তাদের সাথে একজন দাসদাসীর সাথে যে আচরণ করা হয়, তার চেয়েও নিকৃষ্ট আচরণ করা হতো। এমনকি কারো যদি মেয়েসন্তান জন্ম নিতো, তাকে জীবন্ত কবর দেয়া ছিল তৎকালীন যুগে একটি সাধারণ ব্যাপার। ইসলাম এসে নারীদের সম্মান দিয়েছে। তাদের হৃত অধিকার ফিরিয়ে দিয়েছে। নবীজি সা. বলেছেন, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। আরেক হাদিসে নবীজি সা. বলেন, ‘যার তিনটি কন্যা সন্তান থাকে বা তিনটা বোন থাকে বা দুটি কন্যা থাকে বা দুটি বোন থাকে; আর সে তাদের সঠিকভাবে লালন-পালন করে ও তাদের ব্যাপারে (অন্তরে) আল্লাহর ভয় রেখে কাজ করে; তার বিনিময় সে চিরস্থায়ী জান্নাতে পৌঁছে যাবে।’ (তিরমিজি)   নবীজি সা. বলেন, ‘যার তিনটি কন্যা সন্তান থাকবে আর সে তাদের লালন-পালনের কষ্ট সহ্য করবে এবং সামর্থ্য অনুযায়ী তাদের ভরণ-পোষণ দেবে; কেয়ামতের দিন ওই কন্যা সন্তান তার জন্য জাহান্নামের পথে প্রতিবন্ধক তথা বাধা হয়ে দাঁড়াবে।’ (ইবনে মাজাহ) ফজিলতমূলক নসিহত পেশ করার পর যখন কন্যা শিশুর প্রতি সহিংসতা কিছুটা কমে আসে; তখন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা কর

সৌদি আরবে রেস্টুরেন্টে জরুরী নিয়োগ

ইসমাম পারভেজ কনক সৌদি আরবে রেস্টুরেন্টে জরুরী নিয়োগ করা হচ্ছে।  প্রসেসিং সময় সর্বোচ্চ ১ মাস ফ্লাইট সহ  ভিসার জন্য অগ্রীম কোন টাকা লাগবে না।  সৌদি আরবে একটি গ্রুপ কোম্পানীর অধীনে আকর্ষণীয় বেতন ভাতা সহ কিছু লোক নিয়োগ করা হচ্ছে।  এছাড়াও আবাসিক হোটেল, ফ্যাক্টরি ওয়ার্কার, কার ওয়াশ,রেন্ট এ কার এ লোক নিয়োগ চলছে। পদবী সমূহ- রেস্টুরেন্ট-ওয়েটার/কিচেন হেল্পার  কাজের স্থান - রিয়াদ,দাম্মাম,জেদ্দা (কম্পানি সিলেক্ট করবে)। বেতন-১৪০০+ওটি(প্রচুর টিপস) বাসস্থান+আকামা ফ্রি এবং আহার নিজ।  অন্যান্য সুযোগ সুবিধা সৌদির শ্রম আইন অনুযায়ী।  বয়স- সর্বনিম্ন- ২১ বছর হতে হবে  সর্বোচ্চ-৪০ বছর । শিক্ষাগত যোগ্যতা-এসএসসি পাস হলে ভাল।  জব কন্ট্রাক্ট- ২ বছর (ফ্রি নবায়ন যোগ্য)।  প্রয়োজনীয় ডকুমেন্ট- ১-মূল পাসপোর্ট।  ২-পাসপোর্ট সাইজের ছবি ১০ কপি। ৩-মেডিকেল ফিট কার্ড  ৪-পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (মেডিকেল এর পর)। যারা সৌদি আরব থাকেন এবং এখানে কাজ করতে চান।তারা সরাসরি অফিসে যোগাযোগ করুন।আর যারা দেশের থেকে কাজের জন্য সৌদি যেতে চান।তারা আমার সাথে যোগাযোগ করুন। সাংবাদিক কনক ০১৭১০০৩৩৮৫৮

এসইও (SEO)শিখে কীভাবে আয় করব?

ইসমাম পারভেজ কনক ধরুন, আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ব্যাগ বিক্রি করেন। আপনি চান, কেউ যদি গুগলে ব্যাগ কেনাসংক্রান্ত কিছু লিখে খোঁজ করে (সার্চ), তাহলে যেন আপনার ওয়েবসাইটের নাম ওপরের দিকে আসে। সে ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, সেটি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নামে পরিচিত। শুধু গুগল নয়, ইয়াহু, বিং বা যেকোনো সার্চ ইঞ্জিনই একটি স্বয়ংক্রিয় নিয়ম বা পদ্ধতি ব্যবহার করে। এই নিয়ম বা পদ্ধতি যথাযথভাবে কাজে লাগিয়ে তথ্য খোঁজার ফলাফলে (সার্চ রেজাল্ট) কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজকে ওপরের দিকে দেখানো সম্ভব। একজন ইন্টারনেট ব্যবহারকারী যেন সঠিক তথ্য খুঁজে পান, সে জন্য এসইও সেই তথ্যকে সার্চ ইঞ্জিনের উপযোগী করে তোলে। এসইওর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা কী তথ্য খুঁজছেন, কী ধরনের সমস্যার সমাধান চাচ্ছেন, কী ধরনের শব্দ বা কি–ওয়ার্ড ব্যবহার করছেন এবং কী ধরনের কনটেন্ট তাঁরা চান—সে সম্পর্কে আপনি জানতে পারবেন এবং তা বিশ্লেষণ করে প্রয়োগ করার মাধ্যমে সার্চ ইঞ্জিনে র‌্যাঙ্কিং করাতে পারবেন। এসইও কীভাবে কাজ করে? একটি সার্চ ইঞ্জিন প্রধানত তিনটি কাজ করে— ১. ক্রলিং: ইন্টারনেটের সব বিষয়বস্তু (কনটেন্ট) ইউআরএল, মানে

ছেলেকে নিয়ে ভোট দিলেন মেসি!

ইসমাম পারভেজ কনক কাতালান জায়ান্ট বার্সেলোনায় অনেক আগেই জোসেপ মারিয়া বার্তামেউ যুগের অবসান হয়েছে। অনেক অপকর্মের নায়ক বার্তামেউয়ের স্থান হয়েছে শ্রীঘরে। এমন আবহেই আজ বার্সেলোনার নতুন সভাপতি পদে ভোগ গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের ওপর অনেককিছু নির্ভর করছে। সবচেয়ে বড় বিষয় হলো, লিওনেল মেসির বার্সায় থাকা বা না থাকা। প্রার্থীদের প্রায় সবাই মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেই মেসি ভোট দিলেন কাকে? কাতালান জায়ান্ট বার্সেলোনায় অনেক আগেই জোসেপ মারিয়া বার্তামেউ যুগের অবসান হয়েছে। অনেক অপকর্মের নায়ক বার্তামেউয়ের স্থান হয়েছে শ্রীঘরে। এমন আবহেই আজ বার্সেলোনার নতুন সভাপতি পদে ভোগ গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের ওপর অনেককিছু নির্ভর করছে। সবচেয়ে বড় বিষয় হলো, লিওনেল মেসির বার্সায় থাকা বা না থাকা। প্রার্থীদের প্রায় সবাই মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেই মেসি ভোট দিলেন কাকে? সোশ্যাল সাইটে মেসি তার ভোট প্রদানের দুটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, বড় ছেলে থিয়াগো মেসিকে নিয়ে ভোট দিতে গেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। বার্সার সভাপতি হওয়ার লড়াইয়ে আছেন সাবেক সভাপতি হোয়ান লাপোর্তা, নত

বন্ধ হচ্ছে বহু জিমেইল অ্যাকাউন্ট!

ইসমাম পারভেজ কনক প্রযুক্তি জায়ান্ট গুগল-এর মেইলিং সার্ভিস জিমেইল তাদের সেবা ব্যবহারকারীদের বহু অ্যাকাউন্ট বন্ধ করে দিতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির নতুন নিয়মের কারণে আগামী জুন মাস থেকে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আগামী জুন থেকে গুগল ফটোজে বিনামূল্যে ছবি রাখার সুবিধাও তুলে নেয়া হবে। নতুন নীতি অনুযায়ী ২ বছরেরও বেশি সময় ধরে যে সমস্ত অ্যাকাউন্টগুলো ইনঅ্যাকটিভ রয়েছে, সেগুলো পুরোপুরি ডিলিট করে দেওয়া হবে। তবে এ নিয়ম কার্যকরের আগেই প্রত্যেক অ্যাকাউন্টধারীকে ই-মেইল মারফত সতর্কবার্তা পাঠানো হবে গুগলের পক্ষ থেকে। গুগলের পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারীরা আর বিনামূল্যে গুগল ফটোজ ব্যবহার করতে পারবেন না। এছাড়া যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা জিমেইল, গুগল ড্রাইভ, ডকুমেন্টস, শিটস, স্লাইডস, ড্রইংস, ফর্মস এবং জ্যামবোর্ড ফাইলস ২ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করেননি, তাদের সেই সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে। অবশ্য, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হোল্ডারদের বিশ্বাসযোগ্য কন্টাক্টসদের কাছে তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার

আফ্রিদির শ্বশুর হতে চলেছেন আফ্রিদি!

ইসমাম পারভেজ কনক বর্তমান পাকিস্তান ফাস্ট বোলার। এবার এই দুই আফ্রিদি আত্মীয়তার সূত্রে আবদ্ধ হতে চলেছেন। শাহিদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির সঙ্গে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। জানা গিয়েছে যে আকসা আফ্রিদির জন্য প্রস্তাব গিয়েছিল শাহিন শাহ আফ্রিদির পরিবার থেকেই। শাহিন শাহের বাবা আয়াজ খান প্রস্তাব নিয়ে গিয়েছিলেন এবং সফল হয়েই ফিরেছেন। নিজের আত্মজীবনীতেই মেয়েদের নিয়ে গর্ব করেছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি লিখেছিলেন, ‘গত কয়েক বছরে চার মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে কি, এক-এককজনের জন্মের পর আমার ভাগ্যের চাকা আরও বেশি করে ঘুরেছে। বাবার কাছে মেয়েরা আশীর্বাদ। আমার কাছে ওরা প্রত্যেকেই আশীর্বাদের মতো।’ এই বিষয়ে পাকিস্তানের এক সাংবাদিক টুইট করেন ‘দুই পরিবারের অনুমতি নিয়ে একটা বিষয় পরিষ্কার করতে যাচ্ছি আমি, শহীদ আফ্রিদির মেয়ে ও শাহিন শাহ আফ্রিদির বাগদানের যে গুঞ্জন ছড়িয়েছে, সেটা সত্যি। বিয়ের প্রস্তাব এর মধ্যেই গৃহীত হয়েছে। জানা গেছে, আনুষ্ঠানিক বাগদানের অনুষ্ঠান আগামী দুই বছরের মধ্যে আয়োজন করা হবে। আফ্রিদির মেয়ের লেখ

কুষ্টিয়ায় গাঁজা ও ফেন্সিডিল সহ আটক-৩জন!

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়ার ভেড়ামারা-প্রাগপুর সড়কের সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অভিনব পদ্ধতিতে শরীরের সাথে স্কচ টেপ পেঁচিয়ে বহন করার সময় ১কেজি ২শত গ্রাম গাঁজাসহ ২জন ও পৃথক ঘটনায় ১বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করে জেলা ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাবাড়ি গ্রামের আতাহার আলীর পুত্র নতুন, ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামের কাদেরের পূত্র আহাদ (৪০) ও ভেড়ামারা কাঠেরপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে হাসানুজ্ঝামান বাবু (৩৫)। গাঁজা বহনকারী নতুন (৩০) অভিনব কায়দায় নিজের শরীরে গাঁজা পলিথিন ও স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল। আজ শনিবার বেলা ২টার দিকে ডিবি পুলিশের এস.আই লুৎফর রহমান ও এস.আই জুবায়ের হোসেনের নেতৃত্বে একটি চৌকষ গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি ঘটনায় এই অভিযান চালায়। এস.আই জুবায়ের ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এস.আই লুৎফর রহমান বাদী হয়ে ভেড়ামারা থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

কুষ্টিয়া জিয়ারখী চাঁদার টাকা না পেয়ে ঘরবাড়ি ভাংচুর ও মারপিটে আহত-২

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা (১) মোঃ শহিদুল ইসলাম রতন মন্ডল (৪৫) পিতা- এতিম মন্ডল, চাচাত ভাই (২) মোঃ কলম মন্ডলকে চাঁদার টাকা না পেয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে শহিদুল ইসলাম রতন মন্ডলকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উপর অতর্কিত হামলা চলায়। জিয়া রখি ইউনিয়নের নাম করা সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীর মূল হোতা আজিজুল ইসলাম, পিতা-লেদ্দা। তার নেতৃতে (১) লটো, (২) আমুদ আলী, (৩) আয়ুব, (৪) জামশের সহ অজ্ঞাত আরো  অনেকে। আজিজুল ২ সপ্তাহ আগে শহিদুল ইসলামের কাছে ২,০০০০০/= (দুই লক্ষ ) টাকা চাঁদা দাবি করে এবং সময় দেধে দেয় ২ সপ্তাহের কিন্তু গতকাল রাত ৮টার দিকে চাঁদা দিতে অপারকতা প্রকাশ করিলে আধাঘন্টার মধ্যে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে লোকালয়ে তাকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল ও লোহার রড় হকিস্ট্রীক দিয়ে তার মাথায় আঘাত করলে সাথে সাথে সে মাটিতে পড়ে যায়। এসময় তার দোকানে প্রবেশ করে নগদ ৪০,০০০/= (চল্লিশ হাজার) টাকা ও দোকানের মালামাল নিয়ে পালিয়ে যায়। এলাকার বাসীর সূত্রে আরো জানা যায় শহিদুল ইসলামকে মৃত্য শয্য অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে আনতেই বাড়ীর ল

কুষ্টিয়া হরিপুর ব্রিজে দাঁড়িয়ে থাকলে বা গাড়ি পার্কিং করলে ৫০০ টাকা জরিমানা!

ইসমাম পারভেজ কনক আগামীকাল থেকে কুষ্টিয়া হরিপুর ব্রিজে জনসাধারনের প্রবেশ নিষেধ, ব্রিজে কেউ  দাঁড়িয়ে থাকলে বা বাইক পার্কিং করলে,  নগদ ৫০০ টাকা জরিমানা।                           আদেশক্রমে                               প্রশাসন