সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কুষ্টিয়া জেলার শ্রেষ্ট এফপিআই(FPI) রুহুল আমিন।

ইসমাম পারভেজ কনক রুহুল আমিন। জেলা পর্যায়ের পুরষ্কার। কুষ্টিয়ার শ্রেষ্ট এফপিআই হিসেবে নির্বাচিত হয়েছেন,কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃরুহুল আমিন। আজ ০৯ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কুষ্টিয়া আয়োজিত  ০৬-০৮ ডিসেম্বর, ২০২০ খ্রিঃ পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে সর্বোচ্চ অগ্রগতি অর্জনকারী প্রতিষ্ঠান/ব্যক্তি জেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়।এই  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মােঃ হাবিবুল হক খান (যুগ্ম সচিব) পরিচালক, পরিবার পরিকল্পনা, খুলনা বিভাগ, খুলনা। অদ্য ০৬-০৮ ডিসেম্বর, ২০২০ খ্রিঃ পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে  সর্বোচ্চ অগ্রগতি অর্জনকারীর সম্মাননা স্মারক জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে শ্রেষ্টত্ব অর্জন করেন। মােঃ রুহুল আমিন ইউনিয়ন: জিয়ারখী গ্রামঃলক্ষীপুর উপজেলা : সদর, জেলা: কুষ্টিয়া। পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স

বাংলাদেশের পতাকা মানতে নারাজ!!

ইসমাম পারভেজ কনক   নিম্ন নমূনা পোস্ট এ,,,  মো সাজিদুর রহমান  Assitant Professor,   Dept.of political science.  Khoksa Govt, College Kushtia কুষ্টিয়া জেলার,কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক,,, মো সুজন আলী পলাশ। এর ব্যক্তিগত ফেসবুক এর পোস্ট এ বাংলাদেশ পাতাকা চিনতে নারাজ,,,  কিন্তু কেন?? এই দেশে বাংলার পতাকা চিনতে মানতে হবে!! লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলাদেশের পতাকা।স্যালুট জানাই..... এই পতাকা সামনে রেখে স্কুলে শপথ গ্রহণ করতাম। তা হলো, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায়, সর্বদা নিজেকে নিয়জিত রাখিবো। দেশের প্রতি অনূগত থাকিবো। দেশের একতা, এবং সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিবো। হে প্রভু, আমাকে শক্তি দিন আমি যেনো বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। এটা নাকি তাদের বাংলাদেশের পতাকা না!! তবে এটা আমাদের সোনার বাংলাদেশের স্বাধীনতার প্রতিক আমাদের বাংলাদেশের পতাকা হিসেবে আমরা স্যালুট জানাই!!

কুষ্টিয়া পুলিশ সুপারের বদলি,নতুন খাইরুল আলম।

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ার পুলিশ সুপার বদলি।কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে নিযুক্ত ছিলেন জনাব আরাফাত হোসেন।তিনার পরীবর্তে নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হচ্ছেন,জনাব খাইরুল আলম।

কুমারখালীতে র‍্যাব সদস্যর প্রতারণার শিকার ৪ পরিবার

রিপোর্ট,  এস, এম রুলন উদ্দিন স্বাধীন  কুমারখালী,কুষ্টিয়া। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের এক র‍্যাব সদস্যর প্রতারণার শিকারে ৪টি পরিবার শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।  র‍্যাব সদস্য আব্দুর রাজ্জাক কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের আকাই প্রামাণিকের ছেলে। এবং র‍্যাব ৩ এর অধিনায়কের গানম্যান। ভুক্তভোগী আফছার শেখ জানান, ২০২০ সালের শুরুর দিকে একই গ্রামের  র‍্যাব সদস্য আব্দুর রাজ্জাক তার ছেলে আশিককে ফিজি পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা দাবী করে। তিনি ফেব্রুয়ারী মাসের ৫ তারিখে ব্রাক এনজিও থেকে ৪ লাখ টাকা ঋন তুলে একই দিনে রাজ্জাকের বাবা আকাই প্রামাণিককে সাথে করে রুপালী ব্যাংকে রাজ্জাকের একাউন্টে দেড় লাখ টাকা জমা দেন। এবং পরবর্তীতে একই মাসের ৯ তারিখে একই একাউন্টে আরো ২ লাখ ৩০ হাজার টাকা এবং নগদ সহ ৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে ভিসা জাল প্রমাণিত হওয়ায় বিদেশ যেতে না পারলে রাজ্জাক  টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকেন। বিষয়টি নিয়ে এলাকায় শালীস

কুষ্টিয়াতে মাহবুবুল আলম হানিফ প্রথম টিকা নিয়ে উদ্ভোদন করলেন।

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়াতে করোনাভাইরাসের প্রথম টিকা নিলেন কুষ্টিয়া সদর  আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা জনাব মাহবুব উল-আলম হানিফ।  জয় বাংলা জয় বঙ্গবন্ধু ♥️♥️♥️

কুষ্টিয়ায় প্রথম করোনার ভ্যাকসিন নিচ্ছেন হানিফ !

ইসমাম পারভেজ কনক    কুষ্টিয়া জেলায় প্রথম করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করবেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একই সঙ্গে রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কুষ্টিয়াসহ সারাদেশে রোববার থেকে একযোগে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। সিভিল সার্জন জানান, রোববার বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নিজে করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করে কুষ্টিয়া জেলায় ** আনুষ্ঠানিক ভাবে এই টিকা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করবেন।একই সঙ্গে কুষ্টিয়ার ছয়টি উপজেলার মধ্যে কুমারখালী, ভেড়ামারা ও খোকসা উপজেলায় এই টিকা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন হবে। পর্যায়ক্রমে অন্য দুটি উপজেলা মিরপুর ও দৌলতপুর উপজেলায়ও এই টিকা গ্রহণ কার্যক্রম শুরু হবে।কুষ্টিয়া সদর উপজেলায় দুটি স্থানে এই করোনা টিকা দেয়া হবে। এর একটি ২৫০ শয্যা বিশিষ

কুষ্টিয়ার বিত্তিপাড়া থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে বউয়ের উপর রাগ করে স্বামীর আত্নহত্যা! কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার বিত্তিপাড়া থেকে সাগর নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পারিবারিক কলহের জের ধরে বউয়ের অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্যহত্যা করেছে বলে জানান এলাকাবাসী।

কারণ ছাড়ায় মসজিদ ভেঙে গুড়িয়ে দেয়া হয়ছে।

ইসমাম পারভেজ কনক এই মসজিদটি বিগত কিছুদিন আগে  পথচারী এবং শ্রমিকদের সুবিধার্থে তৈরি করা হয়েছিলো। এই মসজিদটি ধানমন্ডি লেকের কাছে একটি মসজিদ। কেনো বা কোন কারণে ভেঙে ফেলা হলো সেইটা জানা যায় নি। এটা কি লেকের সৌন্দর্য্যের অন্তরায় ? যদি তাই হয় এটা জুলুম করা হয়েছে। ঢাকা শহরের অনেক আকর্ষণীয় জায়গায় শত শত এমন ভবন রয়েছে যা সৌন্দর্য্যের অন্তরায়ই না পরিবেশের জন্যও মারাত্মক হুমকি। কিন্তু সে গুলো বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে ,কেউ ভাঙ্গতে পারে না। কারন সেসব সম্পত্তির মালিক খুব পাওয়ারফুল। মসজিদেরও কিন্তু একজন মালিক আছেন ! যদি সত্যি এখানে অবিচার হয়ে থাকে তবে মসজিদের মালিক অবশ্যই বিচার করবেন কোনো সন্দেহ নাই যেই হোক।

কুষ্টিয়ায় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য আটক!

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়ার কুমারখালীতে আমিরুল ইসলাম (৩০) ও জাহিদুল ইসলাম (২৮) নামের আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা ওই এলাকার মৃত আকবার আলী ব্যাপারের দুই ছেলে।তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।পরে আসামীদের নিয়ে অভিযান চালিয়ে চুরাইকৃত একটি অটো উদ্ধার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি দুইভাই ব্যবসায়ী সেজে পাবনা জেলার পাবনা সদর থানা হতে একটি অটো ব্যবসায়ীক মালামাল আনার জন্য ভাড়া করে ঈশ্বরদী বাজারে যায়।সেখানে দড়ি কেনার কথা বলে একভাই অটোচালককে নিয়ে বাজারের মধ্যে যায় এবং আরেক ভাই অটোতে বসে অটো পাহাড়া দেয়।পরে চালককে চা পান করতে দিয়ে সিগারেট খাওয়ার বলে চালকের ফোনে মিসকলের মাধ্যমে ফোন নাম্বার দিয়ে কৌশলে দুই ভাই অটো চুরি করে পালিয়ে গিয়ে রাজবাড়ী হাটে বিক্রি করে।এবিষয়ে পাবনার ঈশ্বরদী থানায় অটোচালক একটি মামলা দায়ের করলে ওই থানা পুলিশ তদন্তে নামে।তদন্তে মোবাইল নাম্বার ট্র্যাকিং করে আসামীদের অবস্থান জেনে ঈশ্বরদী থানা পু

কুষ্টিয়ার কুমারখালীতে ২০ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার!

ইসমাম পারভেজ কনক   কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের দবির মোল্লার রেললাইনের পাশে গফফারের ছেলে কোহিনুর (২০) যুবকের লাশ উদ্ধার করেছেন কুমারখালী থানা পুলিশ। স্থানীয়দের ধারণা করছেন এক- দুই দিন আগে মারা যেতে পারে। লাশের পাশে নেশাজাতীয় দ্রব্য পাওয়া গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ-(৫ই ফ্রেব্রুয়ারী ২০২১)এর সঠিক উত্তর।

ইসমাম পারভেজ কনক ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়। স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশ সরকারের দাবি এবং বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার চাপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। দীর্ঘ সাড়ে ৯ মাস কারাভােগের পর ১৯৭২ সালের ৮ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন যান। ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন অবকাশকালীন ছুটিতে শহরের বাইরে ছিলেন। পরে তিনি ছুটি ত্যাগ করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরেন এবং বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর জানতে লেখার উপর ক্লিক করুন। PRIYO QUIZ এ জয়েন করতে লেখার উপর ক্লিক করুন।

ক্যাপচাতে কাজ করে পেমেন্ট নিন বিকাশে।

ইসমাম পারভেজ কনক মাত্র .25 ডলার হলেয় টাকা উঠানো যায়।১ ডলারের ৪ ভাগের ১ ভাগ। এর জন্য আপনাকে কিছু সময় ব্যয় করে বিটকয়েন ক্যাশ ও স্ক্রিলে একাউন্ট খুলতে হবে। বিটকয়েন ক্যাশ একাউন্ট খুলুন। নীচের লিংকে ক্লিক করে একাউন্ট রেজিস্টার করুন।রেজিস্টার করা খুব সহজ এবং সম্পূর্ণ ফ্রি। https://local.bitcoin.com/r/IPK আর যারা ক্যাপচাতে কাজ করতেছেন।তারা বিটকয়েনে টাকা নিতে পারবেন।বিটকয়েনে মাত্র. ২৫ ডলার হলেয় টাকা উঠানো যায়।১ ডলারের ৪ ভাগের ১ ভাগ। যারা ক্যাপচাতে এখনই রেজিষ্ট্রেশন করেন নাই।রেজিষ্ট্রেশন করতে নীচের লিংকে ক্লিক করুন। ক্যাপচাতে রেজিষ্ট্রেশন করুনঃ http://2captcha.com/?from=11126220 আর সব অনলাইন প্লাটফফর্মেয় বিটকয়েনে টাকা উঠানো যায়।এখান থেকে আপনি বিটকয়েন সেল দিয়ে যেকোন মাধ্যমে টাকা নিতে পারবেন। তবে স্ক্রিল (skrill) এ পেমেন্ট নেয়া অনেক বেশী লাভজনক।কারণ এখানে কোন ফি লাগে না এবং স্ক্রিল থেকে ৫ মিনিটে সরাসরি বিকাশে টাকা পেমেন্ট নেয়া যায়।আর ডলার মূল্যও অনেক বেশী।১ ডলার =৯৫ টাকা। স্ক্রিল এ একাউন্ট খুলতে নীচের লিংকে ক্লিক করুনঃ https://account.skrill.com/signup?rid=155165675 আর যারা স্ক্রিল থেকে সরাসরি

ক্যাপচা সমাধান করে মাসে ১৫-২০ হাজার টাকা ইনকাম করুন।

ইসমাম পারভেজ কনক সাধারণ ক্যাপচা সমাধান করে মাসে ১৫-২০ হাজার টাকা ইনকামের সুযোগ।ক্যাপচা গুলো খুবই সহজ।বেশীর ভাগ সাধারণ যোগ।ভুল হলেও একাউন্টে ডলার যোগ হয়।যত দুরুত এবং সঠিক উত্তর দেয়া যাবে তত ডলার একাউন্টে যোগ হতে থাকবে।এইটা এক ধরনের গেইমের মত।ক্যাপচা পূরন করে মজা আছে।তবে বেশী ভুল করলে কয়েক ঘন্টার জন্য একাউন্ট বন্ধ করে দিবে।কিন্তু অনেক সহজ ক্যাপচা।তাই ভুল হওয়ার সম্ভাবনা নাই।আপনাদের হাতে সময় থাকলে ক্যাপচা গুলো সলভ করতে পারেন। আর এখানে টাকা উঠানোও সহজ। নীচের বিশ্বের এক নাম্বার ক্যাপচার লিংক দেয়া হল।এইটা সম্পূর্ণ বাস্তব সম্মত এবং রিয়াল।এখানে কাজ করে হতাশ হতে হবে না।আর কোন ইনভেস্টও নাই।প্রতিদিন ১ হাজার ক্যাপচা পূরন করার সুযোগ পাবেন।আর সারাদিনে যখন ইচ্ছা তখন ক্যাপচা পূরন করতে পারবেন।যত সময় আর যত গুলো ক্যাপচা গেইম খেলবেন।সেই পরিমাণ ডলার আপনার একাউন্টে যোগ হবে।সবাই এই সাইটে কাজ করতে পারেন। নীচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রার করুন। ইমেইল এবং পাসওয়ার্ড অবশ্যয় মনে রাখবেন। ক্যাপচাতে সাইন আপ করতে লেখার উপর ক্লিক করুন। রেজিষ্ট্রেশনের নিয়ম ছবিতে দেয়া আছে।

ফ্রি Skril একাউন্ট,Bitcoin একাউন্ট এবং Money এক্সচেঞ্জ একাউন্ট খুলবেন যেভাবে।

ইসমাম পারভেজ কনক ক্যাপচাতে একাউন্ট খুলুন এবং মাত্র .25 ডলার টাকা উঠান খুব সহজে।টাকা বিকাশে উঠাতে পারবেন।তার জন্য আপনাকে বিটকয়েন একাউন্ট এবং স্ক্রিল একাউন্ট থাকলে টাকা বেশী ইনকাম করতে পারবেন।আর সব ফ্রি একাউন্ট খুলুন মাত্র কয়েক মিনিটে।ক্যাপচাতে রেজিষ্ট্রশন করে এখনই কাজ শুরু করুন।রেজিষ্ট্রেশনের জন্য লেখার উপর ক্লিক করুন। ক্যাপচাতে কীভাবে রেজিষ্ট্রেশন এবং কাজ করবেন জানতে লেখার উপর ক্লিক করুন?ছবিসহ বিস্তারিত দেয়া আছে। Skrill একাউন্ট খুলতে ক্লিক করুন।   ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। বিটকয়েন (Bitcoin) একাউন্ট খুলুন এবং খুব সহজে অনলাইনের টাকা তুলুন। নীচের লিংকে ক্লিক করে একাউন্ট রেজিস্টার করুন।রেজিস্টার করা খুব সহজ এবং সম্পূর্ণ ফ্রি। ফ্রি Bitcoin একাউন্ট খুলতে ক্লিক করুন। লেখার উপর ক্লিক করে বিটকয়েন একাউন্টে রেজিষ্ট্রেশন করুন। আর যারা ক্যাপচাতে কাজ করতেছেন।তারা বিটকয়েনে টাকা নিতে পারবেন।বিটকয়েনে মাত্র. ২৫ ডলার হলেয় টাকা উঠানো যায়।১ ডলারের ৪ ভাগের ১ ভাগ। যারা ক্যাপচাতে এখনই রেজিষ্ট্রেশন করেন নাই।রেজিষ্ট্রেশন করতে নী

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/রকেট/নগদ

“মুজিবুর রহমান! ওই নাম যেন বিসুভিয়াসের অগ্নি-উগারী বান।”

ইসমাম পারভেজ কনক   “মুজিবুর রহমান! ওই নাম যেন বিসুভিয়াসের অগ্নি-উগারী বান।” কবিতাটি কে লিখেছেন? Priyo Quiz এর আজকের প্রশ্নের সঠিক উত্তর জানুন। আমাকে ক্লিক করুন PRIYO QUIZ এর উত্তর জানুন। ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট।

কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীকে ভর্তি করিয়ে ওয়ার্ডে নেয়ার পর রোগীর অবস্থা আরো খারাপ হওয়ায় ডাক্তারকে ডেকে ডেকে হয়রান হন রোগীর স্বজনরা। নার্স ইসিজি রিপোর্ট দেখে রোগীর কিছু হয়নি জানিয়ে ৭/৮ ট্যাবলেট খাইতে দেন। ওষুধ খাওয়ানোর পর পরই রোগী ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢ্লে পড়েন। ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে মৃত্যু ব্যক্তির ছেলে ও স্বজনরা।  কুষ্টিয়া মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কেষ্টপুর গ্রামের মৃত সৈয়দ হাজীর ছেলে মজিবুল ইসলাম (৫০) আজ বুধবার সকাল ১১টার দিকে বুকে ব্যথা নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসার পর বেশ ডাকাডাকির পর একজন কর্তব্যরত ডাক্তার (এফরোন ছাড়া) তাকে দেখে ২নং ওর্য়াডে (মেডিসিন বিভাগ) ভর্তি করতে বলেন। রোগীকে ওয়ার্ডে নিয়ে আগে তার ইসিজি করানোর পরামর্শ দেন। মৃত মজিবুলের ছেলে ও স্বজনরা জানান, ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগী বুকের ব্যথায় আরো অস্থির হয়ে উঠে। কর্তব্যরত নার্সও তাকে ইসিজি করাতে বলে এবং দ্রুত ইসিজি করানো হয় । কিন্তু ইসিজি দেখানোর জন্য ডাক্তারকে খুজতে থাকে রোগীর লোকজন। ত

এই বাংলার আকাশ- বাতাস, সাগর- গিরি ও নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি।

ইসমাম পারভেজ কনক   এই বাংলার আকাশ- বাতাস, সাগর- গিরি ও নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি হেরিতে এখনও মানবহৃদয়ে তোমার আসন পাতা এখনও মানুষ স্মরিছে তোমারে, মাতা- পিতা- বোন- ভ্রাতা। দিবস রাতে দস্যুর দল হানা দিয়ে ঘরে ঘরে নিত্যই দেখি এখানে - সেখানে মৃতদেহ আছে পড়ে; তোমার শোণিতে রাঙানো এ- মাটি কাঁদিতেছে নিরবধি তাইতো তোমারে ডাকে বাংলার কানন, গিরি ও নদী।  এই কবিতাটি কে লিখেছেন জানতে নীচের লেখার উপরে ক্লিক করুন। উত্তর জানতে লেখার উপর ক্লিক করুন।

অনলাইনে ৩টি সাইটে কাজ করে প্রতিমাসে ১০০০ ডলার ইনকামের উপায়।

ইসমাম পারভেজ কনক ০১★ পিটিসি সাইট বা স্টার ক্লিকসে প্রতিমাসে ২৫০ ডলার ইনকাম করতে যোগ দিন।লেখার উপর ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন। পিটিসি সাইট এখানে প্রতিদিন ১০ টি বা তার বেশী ADD লেখা কিছু সাইট থাকবে।সেখানে শুধু ক্লিক করতে হবে।একটা করে ক্লিক করতে হবে আর ব্যাকে আসতে হবে।প্রতি ক্লিকে একাউন্টে ডলার যোগ হবে।আর রেফারেল করতে পারলে ইনকাম আরও বৃদ্ধি পাবে। সব থেকে সহজ কাজ এইটা।প্রতিদিন মাত্র ১০ থেকে ২০ সেকেন্ড সময় লাগবে। রেজিষ্ট্রেশনের নিয়ম দেখুন। সাইন আপ বা রেজিষ্ট্রেশন করতে লেখার উপর ক্লিক করুন। অবশ্যয় ইমেইল এবং পাসওয়ার্ড মনেে রাখতে হবে। রেজিষ্ট্রেশনের জন্য লেখার উপর ক্লিক করুন। ০২★★ জিপিটি সাইট বা সার্ভেতে প্রতিমাসে ৫০০ ডলার ইনকামের জন্য যোগ দিন ও রেজিষ্ট্রেশন করতে লেখার উপর ক্লিক করুন। জিপিটি সাইটে এড ক্লিক,সার্ভে এবং রেফারেল থেকে ইনকাম।সারাদিন যত গুলো ইচ্ছা সার্ভে করা যাবে।সার্ভে মানে আপনার নিজের সম্পর্কে ১০ টি করে প্রশ্ন করবে।প্রত্যেক প্রশ্নের অপশন দেয়া থাকবে।আপনাকে সিলেক্ট করে উত্তর দিতে হবে।প্রতি ১০ টি প্রশ্নের উত্তরের জন্য আপনাকে পেমেন্ট দেয়া হবে। রেজিষ্ট্রেশনের নিয়ম দেখুনঃ রেজিষ্ট্রেশন

অনলাইনে ইনকামের সহজ উপায় ও মাসে ১০০-১০০০ ডলার ইনকাম।

ইসমাম পারভেজ কনক নীচের সব লেখা গুলো মনযোগ সহকারে পড়বেন।যারা নতুন এবং অনলাইনে কাজের সম্পর্কে ধারনা নায়।তাদের জন্য এই কাজ গুলো অনেক ভাল। অনলাইনে বাস্তব ইনকাম পর্ব-০১।এখান থেকে আপনি মাসে ২৫০ ডলার ইনকাম করতে পারবেন।বিস্তারিত জানতে লেখার উপর ক্লিক করুন। অনলাইনে ইনকাম পর্ব-০২।এখান থেকে মাসে ৪০০ ডলার ইনকাম করতে পারবেন।বিস্তারিত জানতে লেখার উপর ক্লিক করুন। অনলাইনে বাস্তব ইনকাম পর্ব-০৩।এখান থেকে মাসে ৫০০ ডলার ইনকাম করতে পারবেন।বিস্তারিত জানতে লেখার উপর ক্লিক করুন। এখানে ১০০০ ডলারের কথা বলা হয়েছে এইটা সর্বোচ্চ ইনকাম।এর থেকেও বেশী হতে পারে।কাজের উপর নির্ভর করে।তবে এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।অনেক ধৈর্য এবং সাধনা নিয়ে কাজ করতে হবে। প্রথমে আপনি কাজ করে ১০০ ডলার সহজে ইনকাম করতে পারবেন।তবে সময় দিতে হবে।আর আস্তে আস্তে আপনার ইনকাম বাড়তে থাকবে। আপনারা উপরে ৩ টি পর্বই পড়বেন এবং ৩ টিতেয় রেজিষ্ট্রেশন করে কাজ করবেন।সব পর্বের পোস্টে লিংক সহ বিস্তারিত দেয়া আছে। প্রথমে আপনার ইনকাম কম হবে।আস্তে আস্তে আপনার ইনকাম বাড়তে থাকবে।এই গুলো সব রিয়েল সাইট।তাই নিঃসন্দেহে কাজ করতে পারেন।তবে আপনাকে ১ বছর সামান্য ইন