সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কীভাবে গ্রাম-ফ্রিতে কাজ করবেন?

ইসমাম পারভেজ কনক ইনভেস্ট ছাড়া গ্রাম-ফ্রিতে প্রতিমাসে দেড় লক্ষ টাকা ইনকামের সুযোগ। গ্রাম ফ্রি কী?   গ্রামফ্রি একটি ব্লকচেইন-ভিত্তিক ডিজিটাল প্রকল্প যা দ্রুত, নিরাপদ, স্কেলেবল এবং প্রতি সেকেন্ডে কয়েক মিলিয়ন লেনদেন প্রক্রিয়াজাত করতে সক্ষম হিসাবে বিকশিত উন্নত।এটি এথেরিয়াম স্মার্ট চুক্তি এবং বিকেন্দ্রীকরণযুক্ত অ্যাপ্লিকেশনগুলির সাথে প্রতিযোগিতা করার জন্য ডিজাইন করা হয়েছে, যখন অত্যন্ত স্কেলযোগ্য। ৩ দিনে ৫০ গ্রাম করছি। ইনভেস্ট না করে ইনাকামের সুযোগঃ গ্রাম ফ্রী থেকে খুব সহজে টাকা ইনকাম করা সম্ভব।এখানে কোন ইনভেস্ট করা লাগে না।তবে এই কাজ সম্পূর্ণ করতে এক থেকে দেড় মাস সময় লাগে।কিন্তু এই এক থেকে দেড় মাসে আপনি দেড় লক্ষ টাকা ইনাকামের সুযোগ পাচ্ছেন। প্রতিদিন ১-১০০ গ্রাম জেতার সুযোগ। কীভাবে এই কাজ করতে হয়? প্রথমে আপনাকে গ্রামফ্রীতে সাইন আপ করতে হবে।সাইন আপ আপনি ফেইসবুক আইডি বা ইমেইল দিয়ে করতে পারবেন।সাইন আপ করলেয় আপনি পাবেন ৭ গ্রাম।আর প্রতি গ্রামের মূল্য ৩.৪৬$ অর্থাৎ ১ গ্রামের মূল্য ৩.৪৬$। যেইটা বাংলাদেশী টাকায়  ২৭৬ টাকা প্রায়।১ ডলার=৮০ টাকা।এই গ্রামের মূল্য আবার পরিবর্তন হয়।মাঝে মাঝে এর বেশীও দা

কুষ্টিয়ায় অবৈধ ১১ ইটভাটায় ৬৯ লাখ টাকা জরিমানা।

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ায় অবৈধ ১১ ইটভাটায় ৬৯ লাখ টাকা জরিমানা।  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে র‌্যাব। ভ্রাম্যমান আদালতে এ  পর্যন্ত ১১ টি ইটভাটায় মোট ৬৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ  বুধবার সকাল ১০টা থেকে র‌্যাব -১২ এর কুষ্টিয়ার অধিনায়ক মেজর  গাফ্ফারুজ্জামান ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান’র  নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ  অধিদপ্তর কুষ্টিয়ার পক্ষ থেকে সহকারী পরিচালক কমল কুমার বর্মণ উপস্থিত  ছিলেন। এ সময় ভ্রাম্যমান আদালত ইটভাটা প্রস্তুত ও  ভাটা স্থাপন নিয়ন্ত্রন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় দৌলতপুরের  রিফায়েতপুর এলাকার বি.এইচ.এন ব্রীকসের মালিক আসাদুজ্জামানকে ৭ লাখ টাকা,  এম.বি.এন ব্রীকসের মালিক ঝুমুর আলীকে ৭ লাখ টাকা, নারায়ণপুরের এ.বি.সি  ব্রীকসের মালিক আব্দুস সালামকে ৬ লাখ ৪০ হাজার টাকা, দৌলতপুরের এবিসি  ব্রিকসের মালিক আবু বক্কর সিদ্দিক কে ৬ লাখ টাকা,  দৌলতপুর হাসপাতাল রোডে  এ.এম.বি ব্রীকসের মালিক হাজী ইয়াসিন আলিকে ৮ লাখ টাকা, ডাংমড়কা এলাকার  এম.আর.এন ব্রীকসের মালিক মোফাজ্জল হককে ৮ লাখ টাকা,

কুষ্টিয়ার এসপির দুর্ব্যবহারের অভিযোগ,বিচার চাইলেন ম্যাজিস্ট্রেট

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার এসপির দুর্ব্যবহারের অভিযোগ, বিচার চাইলেন ম্যাজিস্ট্রেট।    ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে জেলার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতের দুর্ব্যবহারের অভিযোগ এসেছে দেশের সর্বোচ্চ আদালতে। এসপি তানভীর আরাফাতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে দাখিল করা একটি আবেদনের কপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে পাঠানো হয়েছে। এর অনুলিপি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজির দফতরেও পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর আবেদনের অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আবেদনে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান বলেন, ‘কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। এরপর ১৬ জানুয়ারি আমার দায়িত্বপালন অবস্থায় সকাল ১০টায় ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবস্থানকালে জনৈক ভোটারের অভিযোগের

কুষ্টিয়ার প্রতারক সাদ্দামের টার্গেট বিবাহিত মেয়েদের নগদ অর্থ ও শরীর!

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ার প্রতারক সাদ্দামের টার্গেট বিবাহিত মেয়েদের নগদ অর্থ ও শরীর!  প্রেমের ফাঁদে ফেলে ও বানোয়াট কাবিন করে এক সন্তানের জননী কে নিজ জিম্মায় রেখে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ্ গ্রামের খালেকের ছেলে সাদ্দামের বিরুদ্ধে। একটি সূত্র জানায়, সাদ্দাম হোসেনের টার্গেট বিবাহিত মেয়েদের অর্থ ও শরীর। তাদের শরীর ভোগ করার পর অশ্লীল ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেইল করে তাদের নিকট থেকে অর্থ নিয়ে বিলাসবহুল জীবনযাপন করে সে। ইতিপূর্বে ঢাকাতেও এক বিবাহিত মেয়ের থেকে একই পন্থায় টাকা-পয়সা হাতিয়ে নেয় এই সাদ্দাম। সাম্প্রতি গত সোমবার ১১ জানুয়ারি সাদ্দাম কুষ্টিয়া চৌড়হাস এলাকার এক সন্তানের জননী কে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে আসে তার নিজ বাড়ি বোয়ালদাহ গ্রামে। ৫ দিন সেই নারীকে তার নিজ বাসায় রাখার পর গত শুক্রবার ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে নির্যাতন করে বের করে দেয়। মেয়েটি অভিযোগ করেন তাকে বাড়িতে হত্যা করে গুম করার চেষ্টা করছিল সাদ্দাম। কৌশলে সে হরিপুর এলাকার তার এক আত্মীয়ের বাসায় পালিয়ে গিয়ে এক সা

ইবি শিক্ষার্থী নিঁখোজ।

ইসমাম পারভেজ কনক   বইপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে আসার পর ৪ দিন নিখোঁজ ইবি শিক্ষার্থী !   ইসলামী বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগ ২০১৪-১৫ স্নাতক এবং ২০১৮-১৯ স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মোঃ দেলোয়ার হোসেনের ৪ দিন যাবৎ  নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত তার কোন খোজ পাওয়া যায়নি। তাঁর বাবার ভাষ্যমতে গত শুক্রবার বইপত্র নিয়ে দেলোয়ারের নিজ জেলা যশোর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়।তারপর থেকে এখন পর্যন্ত আর কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। দেলোয়ারের খোজ পেতে ইবি পরিবারের সকলের আন্তরিক সহায়তা কামনা করেছে তার পরিবার ও সহপাঠীরা।

ইনভেস্ট ছাড়া গ্রাম-ফ্রিতে প্রতিমাসে দেড় লক্ষ টাকা ইনকামের সুযোগ।

ইসমাম পারভেজ কনক গ্রাম ফ্রি কী?   গ্রামফ্রি একটি ব্লকচেইন-ভিত্তিক ডিজিটাল প্রকল্প যা দ্রুত, নিরাপদ, স্কেলেবল এবং প্রতি সেকেন্ডে কয়েক মিলিয়ন লেনদেন প্রক্রিয়াজাত করতে সক্ষম হিসাবে বিকশিত উন্নত।এটি এথেরিয়াম স্মার্ট চুক্তি এবং বিকেন্দ্রীকরণযুক্ত অ্যাপ্লিকেশনগুলির সাথে প্রতিযোগিতা করার জন্য ডিজাইন করা হয়েছে, যখন অত্যন্ত স্কেলযোগ্য। ৩ দিনে ৫০ গ্রাম করছি। ইনভেস্ট না করে ইনাকামের সুযোগঃ গ্রাম ফ্রী থেকে খুব সহজে টাকা ইনকাম করা সম্ভব।এখানে কোন ইনভেস্ট করা লাগে না।তবে এই কাজ সম্পূর্ণ করতে এক থেকে দেড় মাস সময় লাগে।কিন্তু এই এক থেকে দেড় মাসে আপনি দেড় লক্ষ টাকা ইনাকামের সুযোগ পাচ্ছেন। প্রতিদিন ১-১০০ গ্রাম জেতার সুযোগ। কীভাবে এই কাজ করতে হয়? প্রথমে আপনাকে গ্রামফ্রীতে সাইন আপ করতে হবে।সাইন আপ আপনি ফেইসবুক আইডি বা ইমেইল দিয়ে করতে পারবেন।সাইন আপ করলেয় আপনি পাবেন ৭ গ্রাম।আর প্রতি গ্রামের মূল্য ৩.৪৬$ অর্থাৎ ১ গ্রামের মূল্য ৩.৪৬$। যেইটা বাংলাদেশী টাকায়  ২৭৬ টাকা প্রায়।১ ডলার=৮০ টাকা।এই গ্রামের মূল্য আবার পরিবর্তন হয়।মাঝে মাঝে এর বেশীও দাম হয় আবার কমও হয়।তবে সারাদিনে পরিবর্তন হতে থাকে।আপনি তখন টাকা উ

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাদিরা খানমের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার!

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাদিরা খানমের মেয়ের ঝুলন্ত লাশ রংপুর উদ্ধার!  বিয়ের চার মাস না যেতেই কুষ্টিয়ার তরুনীর রংপুরে রহস্য জনক মৃত্যু হয়েছে। রংপুর স্বামীর বাসা থেকে গতকাল ওই তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ।  ওই তরুনীর নাম সাদিয়া ইসলাম অথৈ। সে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের নাতনী ও কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাদিরা খানম ও বিটিসিএল কুষ্টিয়ার প্রকৌশলী শহিদুল ইসলামের কন্যা। পরে সংবাদ পেয়ে পরিবারের লোকজন আজ ভোরে রংপুর পৌছায় এবং কোতোয়ালি থানা থেকে অথৈর মরদেহ নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ রবিবার রাত ৯টা অথবা দশটার যেকোনো সময় কুষ্টিয়া পৌর গোরস্থানে তার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে বিয়ের ৪ মাস না যেতেই অথৈ' এর ঝুলন্ত লাশ উদ্ধার ঘটনায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে গুঞ্জন চলছে।

অনলাইনে ইনকাম ২০২১: অনলাইনে আয় করার সহজ উপায়!

ইসমাম পারভেজ কনক   অনলাইনে ইনকাম ২০২১: আপনি নিশ্চয় ২০২১ সালে এসে অনলাইনে ইনকাম করার নিশ্চিত উপায় খুজছেন। আবার কেউ কেউ অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট থেকে করে সহজে পেমেন্ট পেতে চাইছেন। অনলাইন হতে আয় করার নিশ্চিত কিছু উপায় এবং অনলাইন ইনকাম সাইট রয়েছে যেগুলো থেকে সহজে অনলাইনে আয় করতে পারবেন। ২০২১ সালে অনলাইনে আয় করার জন্য শুধুমাত্র আপনার মেধা, শ্রম ও সময়ের প্রয়োজন। আপনি এই তিনটি জিনিস সঠিকভাবে কাজে লাগাতে পারলে এখনো অবধি ঘরে বসে অনলাইন হতে সহজে টাকা আয় করতে পারবেন। আপনি হয়ত বিষয়টি বিশ্বাস করতে চাইছেন না! কোন সমস্যা নেই। আমি আপনাকে উদাহরনের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে আয় করবেন?   আপনি একজন ছাত্র, গৃহিনী কিংবা চাকরিজীবী যাই হয়ে থাকেন না কেন, আপনার লেখা-পড়া বা কাজের ফাঁকে কিংবা চাকরির পাশাপাশি অবসর সময়ে ২/৩ ঘন্টা ব্যয় করে মাসে মোটামুটি ভালোমানের স্মার্ট এমাউন্ট অনলাইনে আয় করতে সক্ষম হবেন। এ ক্ষেত্রে আপনার চাকরি কিংবা লেখা পড়ায় কোন ধরনের ব্যাঘাত ঘটবে না। আপনার মূল প্রফেশন ঠিক রেখেও সামান্য অল্প সময় ব্যয় করে অনলাইন হতে বাড়তি কিছু টাকা আয় করে নিতে পারবেন। আপনি একটি বিষয় ঠান্

কুষ্টিয়া পৌরসভার ২০২১ নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা।

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়া পৌরসভার ২০২১ নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা : -  (১নং) ওয়ার্ডে - নাইমুল, (২নং) ওয়ার্ডে- মাজেদুল হক ধীমান, (৭নং) ওয়ার্ডে- এইচ এম তানভীর নবেল, (১৭নং) ওয়ার্ডে- ওলি, (৫নং) ওয়ার্ডে - মুরাদ, (১১নং) ওয়ার্ডে - আনিছ কোরাইশি,(১৮নং) ওয়ার্ডে- শা'হ জালাল, (৪নং) ওয়ার্ডে- রাজ রক্তিম, (৬নং) ওয়ার্ডে - নজরুল ইসলাম নজু, (২১নং) ওয়ার্ডে- ইসলাম, (৮নং) ওয়ার্ডে- কৌশিক,(১০নং) ওয়ার্ডে- জগত ১৪- শাহীন উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)  ১৫- মুহিদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)  ১৯- মীর রেজাউল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)  সংরক্ষিত মহিলা আসনে :-  ১,২,৩ - কানন ৪,৫,৬- ৭,৮,৯- ১০,১১,১২- রিনা ১৩,১৪,১৫- শাহানাজ পারভীন রেখা  ১৬,১৭,১৮- ১৯,২০,২১- পারভীন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 

কুষ্টিয়ায় ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ।

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরােধে বড় ভাইকে হত্যার অভিযােগ উঠেছে আপন ছােট ভাইয়ের বিরুদ্ধে। ছােট ভাই আব্দুল গফুরের ছােড়া ঢিল বড় ভাই দাউদ খাঁর বুকে লেগে তিনি মারা যান বলে ধারণা করছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দি এলাকায় মাঠে এ ঘটনা ঘটে। নিহত দাউদ খাঁ উক্ত এলাকার মৃত অমুল্য খাঁর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেম জানান, দুপুরে জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মাঠে বাকবিতণ্ডা হয়। পরে দাউদ খাঁ বাড়িতে ফেরার পথে হঠাৎ মারা যান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গােলাম মস্তফা জানান, দুপুরে জমি সংক্রান্ত জের ধরে ছােট ভাই আব্দুল গফুর তার বড় ভাইয়ের উদ্দেশে ঢিল ছুড়ে মারে। ঢিলটি বড় ভাই দাউদ খাঁ বুকে লেগে মারা যান বলে জানতে পেরেছি।

ভাল বেতনের চাকরীর জন্য আবেদন করুন।

চাকরীর খবর জানতে ভিজিট করুন। CLICK ME.

কুষ্টিয়ার ৪ মেয়র,নৌকার ৩ জন ও মশালের জয়ী ১ জন

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে আনোয়ার আলী আওয়ামীলীগ, মিরপুর পৌরসভায় মেয়র পদে এনামুল হক আওয়ামীলীগ, কুমারখালী পৌরসভার মেয়র পদে শামসুজ্জামান অরুন আওয়ামীলীগ এবং ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে আনোয়ারুল কবির টুটুল জাসদ প্রার্থী নির্বাচিত হয়েছেন।সবাইকে ব্রেকিং নিউজের পক্ষ থেকে অভিনন্দন।  কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী।নৌকার প্রতীকে জয়।      কুমারখালীর পৌর মেয়র শামসুজ্জামান অরুন।নৌকার প্রতীকে জয়। অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা আয় করুন।বিস্তারিত জানতে ক্লিক করুন। মিরপুর পৌরসভার মেয়র এনামুল হক।নৌকার প্রতীকে জয়ী। ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে আনোয়ারুল কবির টুটুল জাসদ প্রার্থী।