সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নারী সহায়তা কেন্দ্র “প্রত্যয়ী” এর বিশেষ উদ্দ্যোগে পারিবারিক কলহ মিমাংসা

ইসমাম পারভেজ কনক জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার), সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের পৃষ্টপোষকতায় জেলা পুলিশ কুষ্টিয়ার অনন্য সৃষ্টি নারী সহায়তা কেন্দ্র “প্রত্যয়ী” এর বিশেষ উদ্দ্যোগে পারিবারিক কলহ মিমাংসা করা হয়। প্রত্যয়ী অভিযোগ নং-৪৭/২০ তাং ০৯/১১/২০২০ খ্রিঃ এর বাদী মোছাঃ ইসমা আক্তার এর অভিযোগ অনুসন্ধানের জন্য উভয়পক্ষকে লিখিত নির্দেশের মাধ্যমে প্রত্যয়ী কার্যালয়ে ডেকে আনা হয় এবং জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সার্কেল, কুষ্টিয়া উপস্থিত থেকে ১২/১১/২০২০ খ্রিঃ তারিখ বাদী ও বিবাদীকে নিয়ে শান্তিপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে তাদের বিরোধ মিমাংসা করে দেন।তারা একসাথে থেকে সুন্দর জীবন যাপন করবে মর্মে অঙ্গিকার।

জেলা প্রশাসন মাস্ক না থাকায় জরিমানা করে সাধারণ জনগণের ভোগান্তিতে ফেলছেন

ইসমাম পারভেজ কনক গত ১১নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসন, কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে না চলা, মাস্কবিহীন বাইরে বের হওয়ায়, মাস্ক পরিধান ব্যতীত সেবাগ্রহীতা অফিসে সেবা নিতে আসায়, নিয়ম বহির্ভূত নকল লেবেল ব্যবহার করে ঔষধ ব্যবহার করার  অপরাধে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক ০৯ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬৫টি মামলায় ১১৫ জনকে ৩০,৩০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।  জনস্বার্থে জেলা প্রাশাসন, কুষ্টিয়া এর এ মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। ####### মাস্ক নেইতো, সেবা নেই####### ####### No Mask, No Service###### কিন্তু আজকেয় সবাই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে।আওয়ামীলীগের বিভিন্ন নেতা ও কর্মীরা মাস্ক ছাড়া মিছিল করে বেরাচ্ছে।আওয়ামীলীগের নেতারা কেউ মাস্ক ব্যবহার করেন না।কিন্তু আজ পর্যন্ত দেখলাম না,কোন আওয়ামীলীগের কোন নেতা বা কর্মীদের কোন কারণে জরিমানা করতে।মাস্ক ছাড়া সাধারণ মানুষের জরিমানা করে ছবি তুলে ফেইসবুকে দিয়ে কাজ করা দেখানো বন্ধ করা উচিত।প্রশাসনের সামনে আওয়ামীলীগের নেতা ও কর্মীরা মাস্ক ছাড়া ঘুরে বেরাচ্ছেন।অনেক সরকারী কর্মকর্তা ম

খাসিয়াপুঞ্জির হাতে ধরা পরার পর এস আই আকবরের কাছে যা ছিল

ইসমাম পারভেজ কনক ধরা পড়ার সময় এসআই আকবর ভুইয়ার সাথে ছিল ১। বাংলাদেশী ২০ টাকার একটি নোট। ১। বাংলাদেশী দুই রমনির ছবি। ৩। চারটি মোবাইল সিম, এর মধ্যে একটি রবি ও অপর তিনটি ভারতীয়। ৪। নিজের হিন্দু ছদ্মবেশে একটি পাসপোর্ট সাইজের ছবি। তথ্যঃ পাইলট, হেডম্যান, খাসিয়াপুঞ্জি।

আজ কুষ্টিয়ায় জেলা খাদ্য সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত

ইসমাম পারভেজ কনক আজ ১২ নভেম্বর ২০২০ খ্রি. জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, কুষ্টিয়ায় জেলা খাদ্য সংগ্রহ কমিটির সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক  জনাব মোঃ আসলাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ; উপপরিচালক,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া; জেলা খাদ্য নিয়ন্ত্রক, কুষ্টিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পুরাতন কাপড় বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভা ও কঠোর নির্দেশনা প্রদান

ইসমাম পারভেজ কনক "পুরাতন কাপড় বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভা " আজ ১২ নভেম্বর ২০২০ খ্রি.  কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব লুৎফুন নাহার মহোদয়ের সঙ্গে পুরাতন কাপড় বিক্রেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মহোদয় পুরাতন কাপড় যথাযথভাবে জীবাণুমুক্ত করার পরে বিক্র‍য় করার জন্য কুষ্টিয়া জেলার সকল পুরাতন কাপড় বিক্রেতাদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা প্রদান করেন।

কুষ্টিয়ায় আজ ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে,মোট ৩৪৮৩,মৃত্যু ৮০

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ১২ নভেম্বর ২০২০ মোট ১৮৪ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১২৮, চুয়াডাঙ্গা ১৯, ঝিনাইদহ ২৪ ও মেহেরপুর ১৩) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর  উপজেলার ২ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনসহ কুষ্টিয়ায় মোট ৩ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।  চুয়াডাঙ্গা জেলার ১ জন, ঝিনাইদহ জেলার ৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷    কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ হাউজিং ডি ২ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ বাহিরচর ১ জন। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৪৮৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৩২৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮০ জন। ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।

জেলা প্রশাসক মহোদয়ের মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের গৃহ নির্মাণের লক্ষ্যে জমির বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন

ইসমাম পারভেজ কনক আজ ১২ নভেম্বর ২০২০ খ্রি.  কুষ্টিয়া জেলার মান্যবর  জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন মহোদয়  ভেড়ামারা উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন।  এসময় জেলা প্রশাসক মহোদয়  মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের গৃহ নির্মাণের লক্ষ্যে জমির বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন । এরপর তিনি গোলাপনগরে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সমিতির উঠান বৈঠকে সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি ক্ষেমিড়দিয়ারে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ও সেবার মান নিয়ে রোগীদের সাথে কথা বলেন। এছাড়া তিনি ভেড়ামারা থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।  পরিদর্শনের সময় ভেড়ামারা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, মেয়র মহোদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

করোনায় আক্রান্ত হানিফের সুস্থতা কামনা করে ছাত্রলীগের দোয়া মাহফিল

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মাহবুব উল আলম হানিফ এমপি ভাইয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল।

কুষ্টিয়াতে আজ ৪ জন নতুন করোনা রোগী সনাক্ত!মোট ৩৪৭৬,মৃত্যু ৮০

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ১০ নভেম্বর ২০২০ মোট ১৯২ টি স্যাম্পলের (কুষ্টিয়া ৯৪, চুয়াডাঙ্গা ৪১, ঝিনাইদহ ৪৬ ও মেহেরপুর ১১) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর  উপজেলার ৩ জন ও কুমারখালী উপজেলার ১ জনসহ কুষ্টিয়ায় মোট ৪ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।  চুয়াডাঙ্গা জেলার ৪ জন, ঝিনাইদহ জেলার ৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷    কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ কেজিএইচ ১ জন ও কালিশংকরপুর ২ জন । কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ খয়েরচারা ১ জন। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৪৭৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৩০৭ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮০ জন। ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।

নির্ধারিত ভাড়া ছাড়া অতিরিক্ত ২০ টাকা ভাড়া বেশী নেয়ায় ২৬,০০০ হাজার টাকা জরিমানা

ইসমাম পারভেজ কনক খুলনা মহানগরীতে র‌্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনাঃ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং ইলেকট্রনিক্স সামগ্রীতে বিভিন্ন ব্যান্ডেরলোগো/স্টিকার ব্যবহার করায় ৪ জনকে ২৬,০০০/- টাকা জরিমানা।

বাংলাদেশের সব থেকে আধুনিক ও স্মার্ট পুলিশ ইউনিট সম্পর্কে জানুন

ইসমাম পারভেজ কনক (সোয়াট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের আরেকটি অভিজাত কৌশলী ইউনিট যা ২৮ ফেব্রুয়ারি, ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিশেষ অস্ত্র ও কৌশল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অধীনে পরিচালিত হয়। পুলিশ বাহিনীতে সবচেয়ে আধুনিক ও স্মার্ট পুলিশ ইউনিট  SWAT (Bangladesh)

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিতপ্তরের একটি সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি

ইসমাম পারভেজ কনক সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি

আজ জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও বিট পুলিশিং সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ইসমাম পারভেজ কনক অদ্য ১০ নভেম্বর ২০২০ খ্রিঃ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও বিট পুলিশিং সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় । অতঃপর পুলিশ অফিস সম্মেলন কক্ষে অক্টোবর/২০২০ মাসের মাসিক ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার) মহোদয় । প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে পুলিশ সদস্যদের ড্রেস রুল মেনে চলার প্রতি নির্দেশনা প্রদানসহ সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেওয়া এবং পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার জন্য সকল পুলিশ সদস্যদেকে নির্দেশ প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),কুষ্টিযা, জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল, কুষ্টিয়া এবং জনাব মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে সর্বমোট ৫০০ গ্রাম গাঁজা ও ০১টি walton cruize 100cc মোটরসাইকেল সহ ০২ জন গ্রেফতার

ইসমাম পারভেজ কনক খুলনা  জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে সর্বমোট ৫০০  (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও ০১টি  walton cruize 100cc মোটরসাইকেল  সহ ০২ জন গ্রেফতার।                     আসুন, সবাই দেশকে ভালবাসি,                    মাদককে না বলি।    জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া এর  নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন এবং সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য  উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ০৯/১১/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে  মামলার ঘটনাস্থল বটিয়াঘাটা থানাধীন আমিরপুর গ্রামস্থ জনৈক দুলাল চন্দ্র  পালের বাড়ীর সামনে কালিতলা তিন রাস্তার মোড় থেকে আসামি ১। মোঃ রাজন শিকারী  (২৩), পিতা- ইকবাল শিকারী, মাতা- বেগম আক্তার, ২। সোহেল শেখ (২০), পিতা-  জাহাঙ্গীর শেখ, মাতা- হাসিনা বেগম, উভয়সাং-চাকুলী (পশ্চিমপাড়া), থানা-  ফকিরহাট, জেলা-বাগেরহাটদ্বয়কে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট  ৪০০+১০০=৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং তাদের ব্যবহৃত walton cruize 100cc  মোটরসাইকেল উদ্ধার পূর্বক ০৯/১১/২০২০ তারিখ রাত্র ২০.১০ ঘটিকার সময় জব্দ  তালিকা মূলে জব্দ করেন। এ সংক্র

ডাক্তার সুমন রায় এর চেম্বার থেকে ১৬৫০ পিস ইয়াবাও নগদ ১৩০০০০ টাকা উদ্ধার।

ইসমাম পারভেজ কনক ‌‌  ৯ নভেম্বর ২০২০ ইং বেলা ৪টা ৩০ মি: টের সময়ে খুলনা মেডিকেল কলেজের সামনে খুলনা হেলথ গার্ডেন নামক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে  খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক ঝটিকা অভিযানে ডাক্তার সুমন রায় এর চেম্বার থেকে ১৬৫০ পিস ইয়াবা টেবলেট ও নগদ ১৩০০০০ টাকা উদ্ধার করেন। এবং ডাক্তারের চেম্বারে বসে মাদক সেবন রত অবস্থায় দুই জনককে আটক করেন।  হিরা ৫০ ও অথৈ ২০ কে আটক করেন। অভিযানে উপস্তিত ছিলেন নির্বাহী মেজিস্ট্রেট জনাব দেবাশীষ বশক ও নির্বাহী মেজিস্ট্রেট  পারভীন আক্তার ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বূন্দ । এলাকার মানুষের ভাস‍্য মতে ডাক্তার সুমন রায় মাদক ও বিভিন্ন অপ কর্মের সাতে জড়িত ও খুলনা মেডিকেল কলেজে বিভিন্ন যায়গা থেকে আসা অসহয় রুগি দের হয়রানি ও দুর ব‍্যাবহারের অভিযোগ রয়েছে।নির্বাহী মেজিস্ট্রেট দয় এর উপস্থিতে ডাক্তার সুমন রায়ের চেম্বার ছিল গালা করা হয়েছে।

কুষ্টিয়া জেলা কর্মরত পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ের পদোন্নতি পরীক্ষা সম্পূর্ণ

ইসমাম পারভেজ কনক অদ্য ০৯ নভেম্বর ২০২০ খ্রিঃ, কুষ্টিয়া জেলা পুলিশের কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ) এবং এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে পদোন্নতি পরীক্ষার্থীদের মাঠ প্রশিক্ষণ, প্যারেড, ড্রিল প্রভৃতির পরীক্ষা নেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব  এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) মহোদয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান  সহ কুষ্টিয়া  জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার ও সদস্যবৃন্দ।

কুষ্টিয়া মিরপুরে সড়ক দুর্ঘটনায় ১জনের মৃত্যু,আহত ৫

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া মিরপুরে ট্রাক নসিমনের সংঘর্ষে মনোয়ার(৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটার সময় মিরপুরের ভাঙ্গা বটতলা এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়। মৃত ব্যক্তি মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পশ্চিম চুনিয়াপাড়ার উসমান প্রামানিকের ছেলে বলে জানা গেছে। অসুস্থ ব্যক্তিকে দেখার উদ্দেশ্যে চুনিয়াপাড়া থেকে খয়েরপুর যাওয়ার পথে ভাঙ্গা বটতলা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই মনোয়ার (৪০) নামে নসিমন ড্রাইভার মৃত্যুবরন করেন।আহত ৫ জনকে দ্রুত চিকিৎসার জন্য মিরপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মডেল থানার সাফল্য

ইসমাম পারভেজ কনক মাননীয় পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল মহোদয়ের সার্বিক তত্বাবধানে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই(নিঃ)/কে এম মাসুদ রানা, এসআই(নিঃ)/মোঃ মেহেদী হাসান মন্নু, এসআই(নিঃ)/মোঃ আব্দুল কুদ্দুস, এসআই(নিঃ)/মোঃ আনছারুল ইসলাম, এসআই(নিঃ)/মোঃ ফিরোজুল ইসলাম, এএসআই(নিঃ)/ তানভীর হোসেন, এএসআই(নিঃ)/ অনুপম কুমার,  এএসআই(নিঃ)/  আলী  ইমরান(নাজিরপুর ক্যাম্প), কং/১০২৩ মোঃ রাশেদুজ্জামান ও কং/৩৮২ মোঃ সেলিম রেজা, সকলেই কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া  অভিযান  পরিচালনা করে ইং-০৮/১১/২০২০ তারিখ কুষ্টিয়া মডেল থানাধীন বড় আইলচারা পশুর হাট সংলগ্ন ট্রাক শ্রমিকদের দ্বিতীয় তলায় অফিস কক্ষে টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে আসামী ১। মোঃ রুবেল হোসেন (৩৬), পিতা-আব্বাস আলী, সাং-  বড়  আইলচারা বাকডাঙ্গা, ২। মোঃ আলামিন (২৮), পিতা-মোঃ কুদ্দুস, সাং-বড় আইলচারা সরদারপাড়া, সর্ব থানা-কুষ্টিয়া সদর, ৩। মোঃ জাকির হোসেন (২৪), পিতা-আবুল হোসেন, সাং-চিথলিয়া, থানা-মিরপুর, ৪। মোঃ মামুন হোসেন (৩৭), পিতা-মোঃ সদর আলী মন্ডল, সাং-বড় আইলচারা গরুর ফার্মের পিছনে, ৫। মোঃ আসমত আলী (৩৫),

আজকের রাশিফল

ইসমাম পারভেজ কনক রবিবার  ৮ নভেম্বর ২০২০ আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক।  আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও মঙ্গল।  ৮ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর শনির প্রভাব প্রবল।  আপনার শুভ সংখ্যা: ৮,১৭,২৬।  আপনার শুভ বর্ণ: নীল ও লাল।  শুভ গ্রহ ও বার: শনি ও মঙ্গল।  শুভ রত্ন: নীলা ও রক্তপ্রবাল।  আজকের দিনের শুভ রং: আজ লাল ও নীল রংয়ের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।  আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৭:০৬-৯:১৭, দুপর: ১২:১৩-৩:০৮, বিকাল: ৩:৫২-৪:৩৬, রাত: ৭:৫৬-৯:৪০, ১২:১৭-২:০১ পর্যন্ত।  চন্দ্রাবস্থান: আজ চন্দ্র কর্কট রাশিতে, শেষ রাত: ৫:০৫ থেকে সিংহ রাশিতে অবস্থান করবে।  ৮মী তিথি রাত: ১:৫৫ পর্যন্ত পরে ৯মী তিথি চলবে।  আজকের বর্জণীয় খাদ্য: আজ রাত: ১:৫৫ পর্যন্ত নারকেল পরে লাউ খাওয়া নিষেধ। #মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার পারিবারিক কাজ কর্মে ব্যস্ততা অব্যাহত থাকবে। গৃহে আত্মীয়দের আগমন যোগ প্রবল। যানবাহন লাভের স্বপ্ন পূরণের দিন। সাংসার জীবনের ছোট খাটো প্রয়োজনে মায়ের সাহায্য লাভ। জমি ভূমি আবাসন সংক্রান্ত কাজে সামান্ন বাধা

মৌলভীবাজারে সিআইডির হাতে পলাতক শাওন আটক

ইসমাম পারভেজ কনক পাপ্পু আহমদ, মৌলভীবাজার ঃ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা'র নির্দেশে, বিশেষ পুলিশ সুপার মাসুদ আহাম্মদ বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ, সিআইডি, মৌলভীবাজার‘র দিক নির্দেশনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-০৬, তারিখ-১২/০৩/২০১৯খ্রি:, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৯(১)) এজাহার নামীয় পলাতক আসামী শ্রীমঙ্গল উপজেলার  নিশ্চিন্ত পুর গ্রামের সুরঞ্জন পাল এর পুত্র শিবতোষ পাল শাওন (২৯)কে আটক করা হয়েছে। সিআইডি‘র হাতে আটককৃত শাওন বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: ১৬৪ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।