সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কুষ্টিয়ার ৬৬ ইউনিয়নের ৯৮৫ গ্রামে শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া, ৬নভেম্বর, ২০২০  ভোট আসার আগেই কুষ্টিয়ায় ভোটের হাওয়া বইতে শুরু করেছে। কুষ্টিয়ার ৬৬ ইউনিয়নের ৯৮৫ গ্রামে শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দও নড়েচড়ে বসছেন। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও সকলের দ্বারে দ্বারে কুশল বিনিময় করছেন।  বয়োজৈষ্ঠদের কাছে ছালাম-কালাম বিনিময় করছেন। মতবিনিময়, দোয়া অনুষ্ঠান করে চলেছে অনেকেই। অনেকেই আগ চোটেই প্রচার-প্রচারণায় নেমেছেন। জেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীরা গরু,ছাগল জবাই করে অনেকেই দোয়া মাহফীলও করছেন। যে যেভাবেই প্রচারণা করুক না কেন। বিগত সময়ে যারা জনগণের দূর্দিনে পাশে দাঁড়িয়েছে। দু:খ কষ্টে যারা সেবা করেছে তাদেরকেই এলাকার লোকজন ভোট দিবেন বলে জানাচ্ছে। জানা যায়, কেউ সমাজের সেবক হিসাবে, কেউ জন-দরদী হিসাবে, কেউ অবহেলিত মানুষদের সাহায্য করার জন্য, কেউ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, কেউ শিক্ষার উন্নয়নে. কেউ আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে নিজেদের মনোভাব প্রকাশ করছে। তাই সম্ভাব্য ভোট প্রার্থীরা এখন থেকেই তাদের আশা আকাঙ্খার কথা ব্যক্ত করে চলেছে। অনেকেই ভিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছে। 

কুষ্টিয়ায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪৬৩,মৃত্যু ৮০

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ০৬ নভেম্বর ২০২০ মোট ১১৪ টি স্যাম্পলের (কুষ্টিয়া ৭২, চুয়াডাঙ্গা ১২, ঝিনাইদহ ২৪ ও মেহেরপুর ৬) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৩ জনসহ কুষ্টিয়ায় মোট ৩ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।  চুয়াডাঙ্গা জেলার ২ জন, ঝিনাইদহ জেলার ২ জন ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷    কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ কেজিএইচ ৩ জন।  এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৪৬৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩২৭৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮০ জন। ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।

সবাইকে জুম্মা মোবারক

ইসমাম পারভেজ কনক এটি আরব আমিরাতের একটি সুন্দর মসজিদ

ঢাকার ডেমরার কোনাপাড়ায় ১০ তলা ভবনের লাইটার গোডাউনে আগুন লেগেছে

ইসমাম পারভেজ কনক এইমাত্র পাওয়া ঢাকার ডেমরার কোনাপাড়ায় ১০ তলা ভবনের লাইটার গোডাউনে আগুন লেগেছে।বিস্তারিত আসছে।

প্রতি সপ্তাহের চাকরীর খবর

ইসমাম পারভেজ কনক প্রতি সপ্তাহে প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা শুক্রবার সকালে এখানে প্রকাশ করা হয়।প্রতি সপ্তাহের পত্রিকা পড়তে আমাদের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইট ফলো করুন।সাপ্তাহিক চাকরীর খবর ছাড়াও আমরা যে কোন চাকরীর সার্কুলারই প্রকাশিত করে থাকি। পত্রিকাটি পরিষ্কারভাবে পড়ার জন্য ছবির উপর ক্লিক করুন,জুম করুন এবং ডাউনলোড করুন।

র‌্যাব গোয়েন্দা শাখার প্রধানের দায়িত্ব পেলেন লে. কর্নেল খায়রুল ইসলাম

ইসমাম পারভেজ কনক    র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক হলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। গতকাল বুধবার তিনি র‍্যাবের গোয়েন্দা শাখার নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে তিনি লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হলেন। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে  এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। গোয়েন্দা সংস্থায় তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগদান করেন এবং একই বছরের ১৪ নভেম্বর র‌্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে র‌্যাব-১২ জঙ্গি, মাদক, সন্ত্রাসী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারীসহ বিভিন্ন অপরাধী দমনে সফলতার সঙ্গে কাজ করেছে।

প্রথম আলোর ও বিবিসি বাংলার বলা বৈবাহিক ধর্ষণ’ কথাটি কি সঠিক?কুরআন ও হাদীসের আলোকে প্রমাণ দেখুন

ইসমাম পারভেজ কনক বলা হচ্ছে, স্ত্রীর অনুমতি ব্যতীত তার সাথে স্বামী সহবাস করলে এটি ধর্ষণ হবে! ব্যাপারটা খুবই হাস্যকর মনে হলেও এই ধারণাটি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাচ্ছে একটি মহল। এর সূচনা করেছিলো প্রথম আলো, বিবিসি বাংলা গং। তাই, এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। . আমরা ভারসাম্যপূর্ণ পন্থায় বিষয়টির সমাধান দিতে প্রয়াস চালাব ইনশাআল্লাহ্। প্রথম কথা হলো, পুরুষের যৌন চাহিদা নারীর চেয়ে অনেক বেশি থাকে, এটি বিজ্ঞানও স্বীকার করে। তাছাড়া, একজন নারী যৌন চাহিদার দিক থেকে নিজেকে যতটা নিয়ন্ত্রণ করতে পারে, পুরুষ ততটা পারে না। সেজন্য হাদিসে বলা হয়েছে, ‘‘যখন কোনো পুরুষ তার স্ত্রীকে মিলনের জন্য ডাকবে, তখনই যেন সে তার ডাকে সাড়া দেয়। এমনকি সে যদি উটের পিঠস্থ গদিতেও থাকে।’’ [আলবানি, সহিহুল জামি’: ৫৪৭] . তাই বলে শুধু পুরুষের চাহিদাই নয়, নারীর চাহিদারও যথার্থ মূল্যায়ন করেছে আমাদের দ্বীন—ইসলাম। হযরত উসমান ইবনু মাযউন (রা.) অত্যন্ত ইবাদতগুজার ছিলেন। একদিন তাঁর স্ত্রী ফ্যাকাশে বদন এবং পুরাতন কাপড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে এলেন। তাঁরা তাকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার এই অবস্থা কেন? কু

কুরআন ও হাদীস বিষয়ক মূল্যবান পোস্ট পর্ব-০১

ইসমাম পারভেজ কনক নাবী (সাঃ) বলেছেন : যে ব্যক্তি কাউকে দেখাবার উদ্দেশ্যে সলাত পড়লো সে শির্‌ক করলো, যে ব্যক্তি কাউকে দেখাবার উদ্দেশ্যে সিয়াম পালন করলো সে শির্‌ক করলো, যে ব্যক্তি অপরকে দেখাবার উদ্দেশ্যে সদাক্বাহ করলো সে শির্‌ক করলো (আহমাদ হা/১৭১৪০, ত্বাবারানী কাবীর হা/৬৯৯৩) যে ব্যাক্তি অন্যের জন্য দোয়া করে,ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে।সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা।

আজকের রাশিফল

ইসমাম পারভেজ কনক শুক্রবার  ৬ নভেম্বর ২০২০ আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা।  আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল।  ৬ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর শুক্রর প্রভাব প্রবল।  আপনার শুভ সংখ্যা: ৬, ১৫, ২৪।  আপনার শুভবর্ণ: সাদা ও লাল।  শুভ গ্রহ ও বার: শুক্র ও মঙ্গল।  শুভ রত্ন: হীরা ও রক্ত প্রবাল।  আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য সাদা ও লাল বর্ণ সৌভাগ্য বয়ে আনতে পারে।  আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময়: ভোর: ৬:১৭-৭:০৫,৭:৪৯-১০:০১,দুপর: ১২:১৩-৩:০৮, বিকাল: ৩:৫৩-৫:২২ রাত: ৬:১৩-৯:৪১, ১২:১৮-৩:৪৫।  আজকের দিনে বর্জনিয় খাদ্য: রাত: ৩:১২ পর্যন্ত নিম পরে তাল খাওয়া নিষেধ।  চন্দ্রাবস্থান: আজ চন্দ্র মিথুন রাশিতে, রাত:১১:০২ থেকে কর্কট রাশিতে অবস্থান করবে।  ৬ষ্ঠী রাত: ৩:১২পর্যন্ত পরে ৭মী তিথি চলবে। #মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি সকল কাজে সফলতার। প্রত্যাশিত কাজে সাফল্য আশা করতে পারেন। গৃহে আত্মীয় সমাগমের যোগ। সাঙ্গঠনিক ক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে আলোচনায় আসবে অগ্রগতি।

কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য Second Wave মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে মোবাইল কোর্ট ও মাস্ক বিতরণ।

ইসমাম পারভেজ কনক   কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য Second Wave মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে কুষ্টিয়া জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক  জনাব মোঃ আসলাম হোসেন মহোদয়ের উপস্থিতিতে  জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক না পরার অপরাধে  ৫৩ টি মামলায়  ৮৫৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন  এবং জেলা প্রশাসক মহোদয় সাধারণ  মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

কুষ্টিয়া মিলপাড়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং গ্রুপ।

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া মিলপাড়া এলাকায় সক্রিয় হয়ে উঠেছে ‘কিশোর গ্যাং’। উদ্ভট সব নামে এলাকাভিত্তিক নতুন নতুন সন্ত্রাসী বাহিনী গড়ে তুলছে তারা। এরই মধ্যে এদের সংশ্লিষ্টতায় সন্ত্রাসী গ্রুপের তৎপরতা ভয়াবহ ও বেপরোয়া রূপ নিয়েছে। পাড়া—মহল্লা—বস্তির ছিঁচকে সন্ত্রাসী থেকে শুরু করে ধনাঢ্য পরিবারের ধনীর দুলাল, এমনকি স্কুল—কলেজের শিক্ষার্থীরাও এসব বাহিনীতে জড়িয়ে পড়ছে। তাদের হাতে হাতে এখন দেশি অস্ত্রের ছড়াছড়ি; রয়েছে অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্রও। সরজমিনে গিয়ে খোজ নিয়ে দেখা যায় ‘কিশোর গ্যাং’ এর সদস্য সবুজ (৩৭) পিতা খবির মন্ডল, আব্দুল্লাহ (৩০) পিতা— সামসুল কামার, কালু (২৫) ও রনি (২৪) উভয় পিতা— আকবর, ও অস্ত্র মামলার আসামী সবুজ মন্ডল (পিতা— খবির মন্ডল), রাকিব(২৬)( পিতা মৃত রুস্তম)। এরা সবাই চরমিলপাড়ার আবাসনের বাসিন্দা। কিশোর অপরাধীদের বেশিরভাগই মাদকসেবী। এই সদস্য গুলো ছিনতাই, চাঁদাবাজি, মাদক বিক্রি, ইভটিজিং, অপহরণ, ধর্ষণসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে তারা। অভিযোগ রয়েছ এসব কর্মকান্ডে নেতৃীত্ব দিচ্ছেন ১০ নং ওয়ার্ড এর পৌর কমিশনার গোলাম মোস্তফা লাভলু। এই কিশোর গ্যাং এর অত্যাচা

বাইডেনের সব থেকে বেশী ভোট পেয়ে রেকর্ড

IPK আমেরিকার ইতিহাসে নতুন রেকর্ড করেছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি দেশটির প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।

২০২১ সালের সরকারী ছুটি মাত্র ২২ দিন

মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। আজ বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তালিকাটি প্রকাশ করে। এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হলেও কোন কোন দিন ছুটি থাকবে তা সে সময় প্রকাশ করা হয়নি। ২০২১ সালের সাধারণ ছুটি সাধারণ ছুটির মধ্যে রয়েছে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, মে দিবস (১ মে), ৭ মে জুমাতুল বিদা, ১৪ মে ঈদুল ফিতর, ২৬ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২১ জুলাই ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩০ আগস্ট জন্মাষ্টমী, ১৫ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)। ২০২১ সালের নির্বাহী আদেশে ছুটি আগামী বছরের ২৯ মার্চ শবে বরাত, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১০ মে শবেকদর, ১৩ ও ১৫ মে ঈদুল ফিতরের আগে ও পরের দি

আজকের রাশিফল

IPK আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও মঙ্গল।  ৫ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর বুধের প্রভাব স্পষ্ট।  আপনার শুভ সংখ্যা: ৫, ১৪, ২৩।  আপনার শুভ বর্ণ: সবুজ ও লাল।  শুভ গ্রহ ও বার: মঙ্গল ও বুধ।  শুভ রত্ন: রক্তপ্রবাল ও পান্না।  আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য লাল ও সবুজ রং সৌভাগ্য বয়ে আনবে।  আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৬:১৭-৭:৪৮, দুপুর: ১:৪১-৩:০৯, রাত: ৬:১৩-৯:৪১,১২:১৬-৩:৪৪।  আজকের দিনের বর্জনিয় খাদ্য: রাত: ৩:০৮ পর্যন্ত বেল পরে নিম ও নিমের ঔষধ খাওয়া নিষেধ।  চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে। রাত: ৩:০৮ পর্যন্ত ৫মী তিথি পরে ৬ষ্ঠী তিথি চলবে। #মেষ রাশি (২১ মার্চ – ২০এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে। সংবাদ পত্র ও গণমাধ্যম কর্মীরা কর্ম পরিবর্তনের ভালো সুযোগ পেতে পারেন। ছোট ভাই বোনের বিদেশ যাত্রার মনবাঞ্ছা পূরণ করতে পারবেন। আয় রোজগারের ক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনলাইন পণ্য বিক্রেতাদের বেচা-কেনা বৃদ্ধি পাবে। #বৃষ রাশি (২১ এপ্রিল – ২০

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছেন বাইডেন,ডোনাল ট্রাম্প চিন্তিত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। ইতোমধ্যে তার ঝুলিতে ছয় কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৯৫৫টি ভোট পড়েছে বলে জানা গেছে। সম্পূর্ণ ফলাফল প্রাপ্তির পর এই সংখ্যা আরো বেড়ে যাবে।  জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বারাক ওবামা। ২০০৮ সালের নির্বাচনে ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।  নিউ ইয়র্ক টাইমস বলছে, ১৯০৮ সালের পর ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার অংশ নিয়েছে। ওই বছর মোট ভোটারের ৬৫ শতাংশ ভোট দিতে সক্ষম হয়েছিল। কিন্তু এবার ভোট দিয়েছে ৬৭ শতাংশ ভোটার। যা সর্বোমোট ১৬ কোটি!  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন অনেকেই। মঙ্গলবার শেষ হয়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ। ভোট দিতে আসা মার্কিন নাগরিকরা বলছেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনের লড়াই কখনও শেষ হয় না।  দেশটির ১২ জন বাইডেন সমর্থক এবং ১৩ জন ট্রাম্প সমর্থক

চাদগাঁও কিশোর গ্যাং এর গডফাদার হামকা রাজু অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার র‍্যাব ৭।

   চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থেকে কিশোর গ্যাং এর গডফাদার রাজু বাদশা প্রকাশ হামকা রাজু (৩২)'কে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন বাস টার্মিনাল সংযোগ সড়ক এর পূর্ব পাশে একটি তিনতলা ভবনের নিচ তলা পূর্ব পাশের ফ্ল্যাটে কতিপয় কিশোর গ্যাং এর সদস্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ নভেম্বর ২০২০ ইং তারিখ ১১ ঘটিকায় র‌্যাব-৭ একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ রাজু বাদশা প্রকাশ হামকা রাজু (৩০), পিতা- জয়নাল আবেদীন জুনু, সাং- কসাইপাড়া, হালিম মেম্বারের বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা- চাঁন্দগাও, চট্টগ্রাম মহানগরী’কে আটক করে।  পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে নিজ হেফাজতে থাকা উক্ত ফ্ল্যাটের মাষ্টার বেডরুমের টিভির সাথে রক্ষিত সাউন্ড বক্সের পিছনে সুকৌশলে লুকানো অবস্থায় ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি এবং ইলেক্ট্রিক শক মেশিন উদ্ধার পূর্বক আ

একজন শারীরিক প্রতিবন্ধী ৩ ফুট উচ্চতার সফল ব্যক্তির গল্প

ছবির ভদ্রলোকের নাম চন্দন কুমার বনিক। পেশায় একজন ব্যাংকার; সোনালী ব্যাংকের ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের কর্মকর্তা। উনার উচ্চতা তিন ফুট। স্ট্রেচারের সাহায্য ছাড়া হাঁটা-চলা করতে পারেন না। জন্মের পর থেকেই এমন। এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। অদম্য এই মানুষটিকে জীবনে অনেক কঠিন পথ পারি দিতে হয়েছে। হাজারো কটুক্তি শুনেও থেমে যাননি। শুধুমাত্র মেধা আর নিরলস প্রচেষ্টার জোরে বলার মতো একটা পর্যায়ে এসেছেন। আর্থিক ও পারিবারিক সঙ্কটকে রূপান্তর করেছেন শক্তিতে। চন্দন দা এখন পর্যন্ত ২০টি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে দশটি পরীক্ষা তিনি সুদূর ঠাকুরগাঁও থেকে ঢাকায় এসে দিয়েছেন। সোনালী ব্যাংকসহ চারটি ভাইবা দিয়ে আগের তিনটি চাকরি পাননি। কিন্তু তিনি থেমে যাননি। কোথাও কোনো কোচিংও করেননি। আবার নতুন করে শুরু করলেন। সোনালী ব্যাংকে প্রিলি ও লিখিত পাস করলেন। অবশেষে জীবনের চতুর্থ ভাইবা দিয়ে সফল হলেন; চাকরি পেলেন। একবার ভাবুন তো- যে মানুষটি শারীরিকভাবে স্বাভাবিক নয়, স্ট্রেচার ছাড়া হাঁটতে পারেন না; পারিবারিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা

আজ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ন শীপ-২০২০ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান

 আজ ০৪ নভেম্বর ২০২০ খ্রি. বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল স্টেডিয়াম জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়ায় জেলা ফুটবল এসোসিয়েশন, কুষ্টিয়ার আয়োজনে জেএফএ-অনু-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ন শীপ-২০২০ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবে ক কৃতি ফুটবলার ও কুষ্টিয়া-৪ আসনের মাননীয় জাতীয়  সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আতাউর রহমান আতা, চেয়ারম্যান, সদর উপজেলা, কুষ্টিয়া ; এড. অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক,  জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া ; জনাব মোঃ মকবুল হোসেন লাবলু, সভাপতি,  কুষ্টিয়া জেলা ফুটবল এসোসিয়েশন।