সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ায় র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতা আটক

ইসমাম পারভেজ কনক

কুষ্টিয়ায় র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতাকে আটক করেছে পুলিশ।বুধবার (১০মার্চ)  কুষ্টিয়া শহর ও শহরের বাইরে অভিযান চালিয়ে ছিনতাইকারী মোঃ নয়ন জোয়ার্দ্দারকে (৩৬)আটক করা হয়।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম।

তিনি আরও জানান,বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় পথচারীদের নিকট নিজেকে কখনো র‌্যাব আবার কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে নিজে ও তার সহযোগীদের সাহায্যে ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানী, মোবাইল ফোন ছিনতাইসহ অনৈতিকভাবে আর্থিক সুবিধা গ্রহণ করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার  মোঃ খাইরুল আলম এর নির্দেশে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম কুষ্টিয়া শহর ও শহরের বাইরে অভিযান পরিচালনা করে গত ১০ মার্চ  ছিনতাইকারী মোঃ নয়ন জোয়ার্দ্দারকে গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী নয়ন বেশ কয়েকটি ঘটনার কথা স্বীকার করে।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম আরও জানান,আটক ছিনতাইকারী মোঃ নয়ন জোয়ার্দ্দার এর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।তার সহযোগী ও প্রশাসনের নাম ব্যাবহার করে অন্যান্য ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে পুলিশের অভিযান চলমান থাকবে।

মন্তব্যসমূহ