সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়া প্র‌তিপ‌ক্ষের হামলায় গ্রাম পু‌লিশসহ ৩জন আহত!

ইসমাম পারভেজ কনক


কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপ‌জেলার বা‌হিরচর ইউ‌নিয়‌নের মস‌লেমপুর এলাকায় প্র‌তিপ‌ক্ষের হামলায় গ্রাম পুলিশসহ ৩জন অাহত হ‌য়ে‌ছে।  এ ব্যাপা‌রে ‌ভেড়ামারা থানায় ২জন‌কে অাসামী ক‌রে লি‌খিত অ‌ভি‌যোগ দায়ের ক‌রে‌ছে। ‌ভেড়ামারা থানা ও লি‌খিত অ‌ভি‌যোগ সু‌ত্রে জানা গে‌ছে, অাজ শুক্রবার সকা‌লে ভেড়ামারা উপ‌জেলার বা‌হিরচর ইউ‌নিয়‌নের মস‌লেমপুর এলাকার অাবু প্রামা‌নি‌কের ছে‌লে শরিফ (৪৫) ও শ‌রি‌ফের স্ত্রী রিং‌কি(৩৫) একই এলাকার গ্রাম পু‌লিশ রহমত  অা‌লীর জ‌মির ভিত‌রে চ‌লে এ‌সে জবর দখল ও ভোগ কর‌ছে। জ‌মির উপর দি‌য়ে তা‌দের গরুল গোয়া‌লের ড্রেন দি‌য়ে গরু মূএ যায় এবং প্রচন্ড দুর্গন্ধ বের হয়। তা‌দের কে নি‌ষেধ কর‌লে অাসাসী শ‌রিফ ও তার স্ত্রী রিং‌কি ঝগড়া ও অশ্লীল ভাষায় গা‌লিগালাজ ক‌রতে থা‌কে । তা‌দের কে নি‌ষেধ কর‌লে শরিফ ও রিং‌কি‌ লোহার পাইপ দি‌য়ে পুত্রবধু ফ‌রিদা খাতুন(৩০) এর উপর হামলা চালায়। ফ‌রিদা খাতুনকে ঠেকাই‌তে অাস‌লে গ্রাম পু‌লিশ রহমত অা


লী (৫৫) ও তার স্ত্রী  রি‌জিয়া (৫০) কে বেধড়ক মার‌পিট ক‌রে। অাহত‌দের অান্ত‌ঃচিৎকা‌রে এলাকাবাসী ছু‌টে অাস‌লে অাসামীরা পা‌লি‌য়ে যায়। তা‌দের কে উদ্ধার ক‌রে ভেড়ামারা হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে।

মন্তব্যসমূহ