সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হলো কুষ্টিয়ার যুবক ও তার স্ত্রীর ঝুলন্ত লাশ!

ইসমাম পারভেজ কনক


ফরিদপুরের

কোতোয়ালি থানাধীন চর কৃষ্ণনগর ইউনিয়নে বুধবার কুষ্টিয়া সদর উপজেলা হাটশ হরিপুর ইউনিয়নের অফিরুদ্দীন শেখের ছেলে বিপ্লবের (২৫) ও তার পুত্রবধূ লামইয়ামিনের (১৮) লাশ ফরিদপুর থানা পুলিশ উদ্ধার করেছে।
 
স্থানীয় সুত্রে জানা যায় বিপ্লবের শাশুড়ীর ঘরে বিপ্লবের স্ত্রীর লাশ পাওয়া গেছে আর বিপ্লবের লাশ তার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একই সময় দুইজনের লাশ দুই জাগায় বিষয়টি এলাকা চালঞ্চকর সৃষ্টি করেছে।

মেয়ের মা বলেন বিল্পব নিজেই অামার মেয়েকে মেরে সে তার নিজ ঘরে গালায় ফাঁস নেয়। বিল্পবের পরিবার সূত্রে জানা যায় যে, ফরিদপুর সে বিয়ে করে দীর্ঘ তিন বছর ইটভাটার গাড়ী চালক হিসেবে  কর্মরত অাছে। 

চরকৃষ্ণনগর ইউনিয়নে আর,এম ইটভাটার মালিক বলেন বিল্পব অামার এখানে এক্সেলেটরের ড্রাইভার হিসেবে কর্মরত অাছে দীর্ঘ দিন। অামি ঢাকাতে ছিলাম এ সংবাদটি জানার পর এসে দেখছি স্বামী-স্ত্রীর লাশ । বিপ্লব তার স্ত্রীকে নিয়ে তার বাসায় বসবাস করতো। বিপ্লবের বাসা থেকে তার শশুড় বাড়ী আনুমানিক ১৫০ গজ দুরে।
ঘটনার দিন দুপুর বেলায় বিপ্লব তার নিজ বাসায় গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে। বিপ্লবের স্ত্রী তার বাবার বাড়ীতে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে এলাকাবাসী পুলিশকে অবগত করলে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দেন। ময়নাতদন্ত ষেশে বিপল্বের ভাই তার লাশ নিয়ে কুষ্টিয়ার হাটশ হরিপুর নিয়ে অাসে বলে জানা যায়।

মন্তব্যসমূহ